Lok Sabha Election 2024: ‘টুম্পা সোনা’-র পর জামাল কুদু! ফের প্যারোডি গানে বিজেপি-তৃণমূলকে কটাক্ষ বামেদের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের ঠিক আগে 'জামাল কুদু'-র সুরে একযোগে বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করল বামেরা নতুন গান।
কলকাতাঃ ‘টুম্পা সোনা’-র পর এবার জামাল কুদু। বামাদের প্রতি ভোটের আগেই ‘প্যারোডি রাজনীতি’ নতুন কিছু নয়। লোকসভা নির্বাচনের ঠিক আগে ‘জামাল কুদু’-র সুরে একযোগে বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করল বামেরা নতুন গান। শুধু তাই, মানুষের মৌলিক অধিকারের কথাও তুলে ধরছে এই গান।
আরও পড়ুনঃ ছোটবেলায় হকারি, ছেলের ক্যানসারের জন্য বলিউডকে বিদায়! এই কমেডিয়ান অকালেই হারালেন নাম-খ্যাতি
গানের গীতিকার রাহুল পাল বলেন, ‘আমরা যেকোনও পরিস্থিতিতে গানের মাধ্যমে আমাদের লড়াইয়ের কথা তুলে ধরি। প্যারোডি তার অন্যতম অস্ত্র। মানুষের চেনা গানের সুরে দাবিদাওয়ার কথা নিয়ে গান আমরা আগেও বানিয়েছি। দেশ এবং রাজ্যের শাসক দল যা পরিস্থিতি তৈরি করেছে, তাতে যেকোনও ফর্মে এর বিরুদ্ধে বলতেই হবে। আমরা গান বাঁধতে পারি, তাই গানের মাধ্যমে আমরা আমাদের কথা বলবই।’
advertisement
advertisement
গানের গায়িকা রিয়া দে বলেন, ‘গান প্রতিবাদের অন্যতম হাতিয়ার। লাল ঝান্ডার লড়াইতে গান আগেও ছিল। এখনও আছে। আমরা বিভিন্ন ধরনের গান নিয়ে কাজ করি, প্যারোডি তারই একটা পার্ট। এই গানের মাধ্যমে আমরা মানুষের কাছে এবার নির্বাচনের বার্তা পৌঁছে দিতে চাই।’ গানের গায়ক নীলাব্জ নিয়োগী বলেন, ‘একজন শিল্পী হিসেবে গানের মাধ্যমে আমারা আমাদের প্রতিবাদের কথা, হকের কথা বলবই।’
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2024 1:50 PM IST