Bollywood Actor: ছোটবেলায় হকারি, ছেলের ক্যানসারের জন্য বলিউডকে বিদায়! এই কমেডিয়ান অকালেই হারালেন নাম-খ্যাতি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bollywood Actor: ৯০ দশকে বলিউডে প্রায় সব ছবিতেই কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন জনপ্রকাশ রাও জানুমালা ওরফে জনি লিভার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাস্তায় প্যান্ট বিক্রি করতে তিনি বলিউডের তারকাদের গলা নকল করে। যার কারণে তাঁর আয় বৃদ্ধি হয়। এরপর বাবার কারখানায় কাজ করেছিলেন ১৮ বছর বয়সী জনি। কিন্তু তার বাবা তার এই মিমিক্রি করার স্বভাব একদম পছন্দ করতেন না। বাবাকে লুকিয়ে কারখানায় লোকজনকে হাসাতে তিনি। এই কারখানারই একজন উচ্চ আধিকারিক তার নাম বদলে রাখেন জনি লিভার।
advertisement
advertisement
advertisement
advertisement
অভিনেতা জানতে পারেন তার ছেলের শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে অস্ত্রোপ্রচার করা যাবে না। ছেলের অসুস্থতার খবর শুনে সম্পূর্ণরূপে ভেঙ্গে পরেন অভিনেতা। সে সময় ছেলেকে নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন তিনি। ২০০২ সালে নিউইয়র্কের হাসপাতালে তাঁর ছেলের অস্ত্রোপ্রচার করা হয়। ছেলে সুস্থ হয়ে উঠলে তিনি ধর্মের প্রতি আসক্তি বেড়ে যায় তার।
advertisement