Murshidabad News: ধারালো অস্ত্রের আঘাতে নৃশংস ভাবে খুন পশু চিকিৎসক

Last Updated:

মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত মহম্মদপুরে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক পশু চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শক্তিপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম, রেজাউল হোসেন (৩৫)।

বহরমপুরে মৃত পশু চিকিৎসকের পরিবার 
বহরমপুরে মৃত পশু চিকিৎসকের পরিবার 
#বহরমপুর: মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত মহম্মদপুরে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক পশু চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শক্তিপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম, রেজাউল হোসেন (৩৫)।
পারিবারিক বিবাদের জেরে ও তোলা না দেওয়ার অভিযোগে খুন করা হয়েছে পেশায় পশু চিকিৎসক রেজাউল হোসেনকে। বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে চা-এর দোকানে বসেছিলেন৷ তখনই তাকে এক দুষ্কৃতী এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পশু চিকিৎসককে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই খুন নাকি পারিবারিক বিবাদের জেরেই এই খুন করা হয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । বৃহস্পতিবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন Nadia News: রাস্তা থেকে উধাও আস্ত একটি লরি, চাঞ্চল্য রানাঘাটে
পরিবারের সদস্য মেহেঙ্গির রহমান জানান, যে খুন করেছে সে এলাকারই বাসিন্দা৷ বর্তমানে এলাকায় তোলা বাজি করত। চায়ের দোকানে বসে থাকাকালীন মাথায় আঘাত করে রেজাউল হোসেনের। যদিও এই ঘটনার জেরে দোষীর ফাঁসির দাবি করেছেন।এই ঘটনার সঙ্গে যারা জড়িত তার পিছনে রাজনৈতিক মদত আছে বলেই দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুন Murshidabad| Durga Puja 2022: দুর্গাপুজোর গাইড ম্যাপ, জেনে নিন কোন পথে যাবেন প্রতিমা দর্শনে
যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিপুর থানার পুলিশ ।পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।বিশ্বকর্মা পুজোর দিনে বন্ধুর হাতে বন্ধু খুন হয়। তার আগে বহরমপুর শহরে প্রেমিকাকে খুন করে প্রেমিক। তারপরে আবার সেই খুনের ঘটনা। বারবার খুনের ঘটনায় চিন্তিত জেলা পুলিশ প্রশাসন।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ধারালো অস্ত্রের আঘাতে নৃশংস ভাবে খুন পশু চিকিৎসক
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement