Murshidabad| Durga Puja 2022: দুর্গাপুজোর গাইড ম্যাপ, জেনে নিন কোন পথে যাবেন প্রতিমা দর্শনে

Last Updated:

বহরমপুরে গাইড ম্যাপের উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে।

+
বহরমপুরে

বহরমপুরে উদ্বোধন করা হচ্ছে দুর্গাপুজোর গাইড ম্যাপ 

#মুর্শিদাবাদ: বাঙালির প্রাণের উৎসবকে ঘিরে উন্মাদনার পারদ এখনই তুঙ্গে। উৎসবকে সর্বাঙ্গীণ সফল করে তুলতে দ্বিতীয়ার সন্ধ্যায় মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে বহরমপুর ও কান্দিতে দুর্গাপুজোর গাইড ম্যাপের উদ্বোধন করা হল। বহরমপুরে দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার।
কান্দিতে উদ্বোধন করেন কান্দি মহকুমা শাসক ও পুলিশ আরক্ষা আধিকারিক। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর গোরাবাজার ও খাগড়ার একাধিক পুজোতে থাকে চমকের আতিশয্য। গত দুই বছর কোভিড পরিস্থিতিতে নমো নমো করে পুজো হলেও এবছর দুর্গাপুজোয় মেতে উঠেছেন সকলেই। উৎসবকে সফল করতে তাই সজাগ পুলিশ প্রশাসনও।
আরও পড়ুন Durga Puja 2022|| পুজোয় পদ্মফুলের ব্যাপক চাহিদা, মেটাতে প্রস্তুত সাগরের পদ্মচাষীরা
বহরমপুরে গাইড ম্যাপের উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরে গাইড বই উদ্বোধনের পর সমস্ত পুজো কমিটির হাতে গাইড ম্যাপ তুলে দেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার। বহরমপুরের পাশাপাশি কান্দিতেও গাইড ম্যাপের উদ্বোধন করা হয়। কান্দিতে এই গাইড ম্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা, কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানা, কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিক রমন ভুট্টা, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক।
advertisement
advertisement
আরও পড়ুন North 24 Parganas News: বিদেশে চাকরির নাম করে হত অপহরণ, চাওয়া হত মোটা অঙ্কের টাকা
মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার বলেন, ২৯শে সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থীর দিন বিকেল ৫ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত কান্দি ও বহরমপুর শহরে সমস্ত রকম যানবাহন প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করেন মহকুমা পুলিশ প্রশাসন। পাশাপাশি দুর্গা পুজার সময় কান্দি শহরের তথা কান্দি থানা এলাকার একাধিক জায়গায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ খোলা হবে। সেখান থেকে পুলিশি সহযোগিতা পাবেন সাধারণ মানুষ। পুজোর সময় শিশু নিরাপত্তায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে সচিত্র পরিচয় পত্র প্রদান করা হবে এমনটাই জানিয়েছেন কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ। পুলিশের এই উদ্যোগে খুশি কান্দির সাধারণ বাসিন্দা থেকে শুরু করে সমস্ত পুজো উদ্যোক্তারা।
advertisement
মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারকে সবরী রাজ কুমার এও জানান, গাইড ম্যাপে একাধিক গুরুত্বপূর্ণ ফোন নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি, মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত ছটি পৌরসভা এলাকায় এই গাইড ম্যাপের উদ্বোধন করা হয়।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad| Durga Puja 2022: দুর্গাপুজোর গাইড ম্যাপ, জেনে নিন কোন পথে যাবেন প্রতিমা দর্শনে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement