Durga Puja 2023: সবুজ বাঁচাও, বার্তা দিয়ে দুর্গাপুজোতে সামিল বিচারাধীন বন্দিরা
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
সংশোধনাগারের আবাসিকদের হাতেই তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। প্রতি বছরের মত এই বছর ৭৭তম বর্ষেও মা দুর্গার আগমনের প্রস্তুতি তুঙ্গে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে।
মুর্শিদাবাদ: বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি থাকলেও মা দুর্গার আগমনী উৎসবের আনন্দ থেকে বঞ্চিত নয় ওঁরা। তাই সংশোধনাগারের আবাসিকদের হাতেই তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। প্রতি বছরের মত এই বছর ৭৭তম বর্ষেও মা দুর্গার আগমনের প্রস্তুতি তুঙ্গে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে প্রতি বছর শারদোৎসবে মেতে ওঠে সংশোধনাগারের আবাসিকরা। এই বছরের থিম বিশ্ব সবুজায়ন।
জানা গিয়েছে, এবছর ৭৭ তম বর্ষে পদার্পণ করল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের রিক্রেশন ক্লাব। এবারে তাদের ভাবনা সবুজায়ন, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। মূলত এই চিন্তা ধারাকে মাথায় রেখেই এবারে এই থিম। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ১৩ জন আবাসিকদের হাত দিয়ে তৈরি হচ্ছে মন্ডপ সজ্জা থেকে প্রতিমা সবকিছুই।
advertisement
advertisement
প্রতিমা শিল্পী তাপস দাস তৈরি করছেন মা দুর্গার প্রতিমা। সহযোগিতায় রয়েছেন রাজেশ দাস ও হাবল সেখ। আর বিশ্ব সবুজায়নের কথা মাথায় রেখে দুর্গা মায়ের প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। দুর্গাপুজোর প্যান্ডেল সজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা-সহ সমস্ত কাজ করে থাকেন আবাসিকরাই। পুজোর ক’টা দিন আনন্দ উৎসবে মেতে ওঠেন সংশোধনাগারের সমস্ত আবাসিকরা।
advertisement
পুজো কমিটির সেক্রেটারি সুতনু মালাকার জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে গাছ লাগানোর প্রয়োজনীয়তা সকলের কাছে তুলে ধরতে বিশ্ব সবুজায়ন থিম করা হয়েছে। প্রতি বছর আবাসিকরা নিজের হাতেই পুজোর সব কাজ করেন। আমরা বাইরে থেকে সমস্ত সরঞ্জাম এনে ব্যবস্থা করে দিই আর আবাসিকরা প্রতিমা, প্যান্ডেল সব তৈরি করে। পুজোর চারদিন আর চারটা পরিবারের মতো আবাসিকরা পুজোতে মেতে উঠবেন আনন্দ উৎসবে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2023 11:34 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja 2023: সবুজ বাঁচাও, বার্তা দিয়ে দুর্গাপুজোতে সামিল বিচারাধীন বন্দিরা