Murshidabad News- বহরমপুরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বাজেয়াপ্ত হয়েছে ৭ টি সেভেন এম এম পিস্তল, ১৪ টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড গুলি
#বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলাতে বড় ধরণের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলা ও স্পেশাল অপারেশন গ্রুপ বিশেষ অভিযান চালিয়ে বহরমপুর থানার কদবেলতলা এলাকা থেকে বাজেয়াপ্ত করেছে ৭ টি সেভেন এম এম পিস্তল, ১৪ টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড গুলি। গ্রেফতার হয়েছে জলঙ্গীর দুই বাসিন্দা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চলে, গ্রেফতার করা হয় দু’জনকে। শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে সবরী রাজ কুমার সাংবাদিক বৈঠকে জানান, ধৃতদের নাম মান্নান সেখ ও মুরসেলিম সেখ। দুইজনের বাড়ি জলঙ্গী থানা এলাকায়। মান্নান সেখ বিহার থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল গাড়িতে করে। মুর্শিদাবাদ জেলাতে এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে অনুমান পুলিশের। (Murshidabad News)
এর আগে জলঙ্গী থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে বিভিন্ন লিংক থাকতে পারে বলে অনুমান করছে পুলিশে। ডোমকল মহকুমা এলাকায় এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে অনুমান পুলিশের। "আমরা সমস্ত ঘটনার তদন্ত করছি। ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে শুক্রবার বহরমপুর আদালতে তোলা হবে", বলে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার জানিয়েছেন। আগ্নেয়াস্ত্র বিরুদ্ধে অভিযান চলছে। গত দুই মাসে ৪২ টি আগ্নেয়াস্ত্র, ১০৪টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ২০২১ সালে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে ১৯৯ আগ্নেয়াস্ত্র ও ৩৭৭ টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে গোটা জেলা জুড়ে।
view commentsLocation :
First Published :
March 04, 2022 5:11 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- বহরমপুরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই