Murshidabad News: বহু প্রতিক্ষার পর যানজট থেকে মুক্তি ফরাক্কাতে, চালু বিকল্প 'নেতাজি সেতু'
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
কেদারনাথ ব্রিজের বিকল্প নতুন নেতাজি সেতুর পথ চলা শুরু। মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি পক্ষ থেকে এই ব্রিজ চালু করা হয়। ফলে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি উপকৃত হবেন পথচারীরাও।
মুর্শিদাবাদঃ কেদারনাথ ব্রিজের বিকল্প নতুন নেতাজি সেতুর পথ চলা শুরু। মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি পক্ষ থেকে এই ব্রিজ চালু করা হয়। ফলে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি উপকৃত হবেন পথচারীরা। উপকৃত হবেন পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খন্ডের সাধারণ মানুষ। ফরাক্কা এনটিপিসি জনসংযোগ আধিকারিক আনাম বুখারি প্রেস নোটে জানান, ফীডার ক্যানালের উপর ফিল্ড হোস্টেল সংলগ্ন কেদারনাথ ব্রীজের দক্ষিণে লাগোয়া ‘নেতাজী সেতু’ নামাঙ্কিত নবনির্মিত দুই লেন বিশিষ্ট সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো।
প্রায় ৭৫ কোটি টাকা ব্যয় করে এনটিপিসি’র এই ব্রীজ নির্মাণ করে বলে জানা যায়। দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দাদের দাবি ছিল নতুন করে সেতু নির্মাণের। আর সেই দাবি রেখেই এনটিপিসি এই সেতু নির্মাণ করে মানুষের জন্য খুলে দিল।
আরও পড়ুন ঃ চায়ের দোকানে বসেছিল যুবক, ভর সন্ধ্যায় চলল গুলি! মৃত এক
উল্লেখ্য, ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ফীডার ক্যানালের পশ্চিম পাড়ের মানুষদের যাতায়াতের জন্য কেদারনাথ ব্রীজ করা হয়। এনটিপিসি ও অম্বুজা সিমেন্টের বিপুল পণ্য পরিবহনের চাপে জীর্ণ হয়ে পড়ে কেদারনাথ ব্রীজ। কেদারনাথ ব্রীজের উপর চাপ কমাতে নেতাজী ব্রীজ তৈরী করে ফরাক্কা এনটিপিসি।
advertisement
advertisement
এর ফলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সাথে সড়ক পথে যোগাযোগ মসৃণ হবে। কেদারনাথ ব্রীজের উপর অহেতুক যানজট, যাত্রাবিরতি থেকে পশ্চিমপাড়ের মানুষ রেহাই পাবেন। সুগম হবে মানুষের যাতায়াত। এই ব্রীজ নির্মাণ করে এনটিপিসি তার সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিলেন। এই ব্রিজ চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 4:32 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বহু প্রতিক্ষার পর যানজট থেকে মুক্তি ফরাক্কাতে, চালু বিকল্প 'নেতাজি সেতু'