Murshidabad News: চায়ের দোকানে বসেছিল যুবক, ভর সন্ধ্যায় চলল গুলি! মৃত এক
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত আহিরণ হল্ট এলাকায় চায়ের দোকানে বসে থাকা কালীন ভর সন্ধ্যায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল একজনের।
মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত আহিরণ হল্ট এলাকায় চায়ের দোকানে বসে থাকাকালীন ভর সন্ধ্যায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল একজনের। পুলিশ জানিয়েছে মৃতের নাম নিশিথ দাস।
সোমবার ভর সন্ধ্যায় এই গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গুলি চালানোর আওয়াজ শুনে ছুটে আসেন গ্রামের বাসিন্দারা, পরে দেখা যায় নিশিথ দাস সে গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে।
জানা গিয়েছে, মঞ্জু ইট ভাঁটার মালিক ছিলেন নিশিথ দাস ও তাঁর বাবা। সেই ইট ভাঁটা নিয়ে সমস্যার জেরে এই খুন বলে প্রাথমিক ভাবে অনুমান এলাকার বাসিন্দাদেরও পরিবারের। অভিযোগের তীর রঘুনাথগঞ্জ এক নং ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষের ভাগ্নে কালু ঘোষের বিরুদ্ধে।
advertisement
advertisement
ইট ভাঁটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদের কারণে ও পারিবারিক সমস্যা চলছিল, সেই সমস্যার জেরে শুট আউট করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ ও জঙ্গিপুর জেলা পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে নিয়ে আসে । ঘটনার জেরে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ইট ভাঁটা নিয়ে গন্ডগোল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 14, 2023 8:36 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: চায়ের দোকানে বসেছিল যুবক, ভর সন্ধ্যায় চলল গুলি! মৃত এক







