Ssc Scam: বাবা প্রধান শিক্ষক, নিয়োগপত্র জাল করে বাবার স্কুলেই ছেলের চাকরি, তুঙ্গে বিতর্ক

Last Updated:

Ssc Scam: মুর্শিদাবাদের সুতি সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের গোঠা হাইস্কুলের ওই ঘটনায় ডিআইজি সিআইডিকে তলব করল কলকাতা হাইকোর্ট।

দুর্নীতি নিয়ে বড় নির্দেশ আদালতের
দুর্নীতি নিয়ে বড় নির্দেশ আদালতের
মুর্শিদাবাদঃ রাজ্যে যখন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল।তখন এক অন্য চিত্র সামনে এল মুর্শিদাবাদ জেলাতে। যা গুরুতর অভিযোগ। অন্যের সুপারিশপত্র ও নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে চাকরি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতি সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের গোঠা হাইস্কুলের ওই ঘটনায় ডিআইজি সিআইডিকে তলব করল কলকাতা হাইকোর্ট।
মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর রহমান স্কুলের কর্মশিক্ষার শিক্ষক অনিমেষ তেওয়ারি। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতেই জেলাজুড়ে কার্যত শোরগোল পড়েছে। জানা গিয়েছে, ভূগোলের শিক্ষক পদে অরবিন্দ মাইতি নামে এক শিক্ষক নিয়োগ পত্র পান বেলডাঙার একটি স্কুলে। তাঁর ভূগোলের নিয়োগপত্র জালিয়াতি করে অনিমেষ তেওয়ারি চাকরি করছেন সুতির গোঠা স্কুলে। প্রাথমিক তথ্যে এমনটাই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই কর্মশিক্ষার শিক্ষক পদে অনিমেষ তেওয়ারির স্কুল রেজিস্ট্রার সহ যাবতীয় নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু'।
advertisement
advertisement
ওই শিক্ষককে নিয়ে বিচারপতি বলেন, 'স্কুলের পড়ুয়াদের অবস্থা আমি শুধু ভাবছি। কী পড়ছে তারা! ২০১৯ সাল থেকে তিনি বেতন নিচ্ছেন! 'প্রাতিষ্ঠানিক দুর্নীতি না ব্যাতিক্রমি দুর্নীতি সেটাই আদালত খতিয়ে দেখতে চাই।'
advertisement
এদিকে অভিযুক্ত শিক্ষক ও স্কুলের প্রধান শিক্ষক কে আত্মপক্ষ সমর্থনে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও একাধিকবার প্রধান শিক্ষক কে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। যদিও গ্রামবাসীদের দাবি, কি ভাবে এই ঘটনা ঘটল তার সঠিক প্রকৃত তদন্ত উদঘাটন হোক।
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Ssc Scam: বাবা প্রধান শিক্ষক, নিয়োগপত্র জাল করে বাবার স্কুলেই ছেলের চাকরি, তুঙ্গে বিতর্ক
Next Article
advertisement
Mamata Banerjee on Darjeeling: চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
  • পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম । একের পর এক এলাকায় ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০।

VIEW MORE
advertisement
advertisement