Murshidabad Saraswati Puja: সামনেই বাগদেবীর আরাধনা! বহরমপুরে সরস্বতী পুজোয় থিম ডোকরা কথা

Last Updated:

ভরতপুর ব্লকের অন্তর্গত জজান গ্রামে সুর্য সংঘের উদ্যোগে এবছরের থিম হারিয়ে যাওয়া ডোকরা কথা। যার  চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ।ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপসজ্জা

+
Saraswati

Saraswati Puja 2023

মুর্শিদাবাদ: বাঙালির বারো মাসে তেরো পার্বর মতো সরস্বতী পুজো বাঙালির সব থেকে বড় উৎসব। সামনেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন আট থেকে আশি সকলেই। তবে দুর্গাপুজো বা কালীপুজো নয়, সরস্বতী পুজোতে থিমের চমক দিতে তৈরী বিভিন্ন সরস্বতী পুজোর মন্ডপ।
মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের অন্তর্গত জজান গ্রামে সুর্য সংঘের উদ্যোগে এবছরের থিম হারিয়ে যাওয়া ডোকরা কথা। যার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ।ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপসজ্জা। ক্লাবের শুধু সদস্যরা না, বহিরাগত শিল্পীদের দিয়ে তৈরী করা হচ্ছে মন্ডপসজ্জা। মাদুরের ওপর রং দিয়ে বিভিন্ন উপ করণ দিয়ে তৈরী করা হচ্ছে এই মন্ডপ সজ্জা বলে জানা গিয়েছে। প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে এই মন্ডপ সজ্জা তৈরি করা হচ্ছে এই বছর।
advertisement
কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর ৩৮তম বর্ষে পদার্পণ করেছে এই ক্লাব। পাশাপাশি বাহারী আলোকসজ্জা সজ্জিত করা হবে মন্ডপ সজ্জা ।
advertisement
ডোকরা কথা মুলত একটি হারিয়ে যাওয়া একটি ডোকরা কথা নামে পরিচিত, ডোকরা কথার উৎপত্তি হল মধ্যপ্রদেশে, তারপর ঝাড়খণ্ডের পরে পশ্চিমবঙ্গে আসে এই ডোকরা কথা। বর্ধমানের গুসকরা সহ বীরভূম জেলাতে ছড়িয়ে পড়ে এই ডোকরা শিল্প বা ডোকরা কথা। মুলত মাটির ও পাটের কাজ ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপসজ্জা।
advertisement
নতুনত্ব ভাবনা নিয়ে গুসকরার শিল্পীদের নিয়ে মন্ডপ সজ্জা ফুটিয়ে তোলা হচ্ছে। থিমের উপকরণে মাটি, শোলা ও পাট দিয়ে তৈরি করা হচ্ছে। পাশাপাশি ডোকরা শিল্পের উপকরণ দিয়ে তৈরী করা হয়েছে বিভিন্ন ছোট ছোট পুতুল।
আরও পড়ুন: Hooghly News: এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, তৃণমূলের রাজত্বই চায় হুগলির গোঘাট
বর্তমানে সাধারণ মানুষকে আধুনিক জিনিস পুরোপুরি মেতে উঠেছেন, তাই পুরোনো জিনিস কে দেখানোর জন্যই এই ডোকরা কথার থীম তুলে ধরা হচ্ছে। গতবছর সমুদ্র তলদেশ তৈরী করা হয়েছিল আর এবছর করা হল ডোকরা শিল্প বলে জানান পুজো উদ্যোক্তারা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Saraswati Puja: সামনেই বাগদেবীর আরাধনা! বহরমপুরে সরস্বতী পুজোয় থিম ডোকরা কথা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement