Viral: মালদহে প্রকাশ্য রাস্তায় ফেলে, টেনে হিচড়ে যুবককে গণধোলাই... ভাইরাল ভিডিও!
- Published by:Sanjukta Sarkar
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
গণপিটুনি থেকে যুবককে রক্ষা করতে এগিয়ে আসেন কেউ। উল্টে অনেকেই মোবাইল ক্যামেরাবন্দি করেন মারধরের ছবি।
মালদহ: চোর সন্দেহে যুবককে গণধোলাই। জাতীয় সড়কের ওপর ফেলে বেধড়ক মারধর উত্তেজিত জনতার। সোমবার দুপুরে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকার ঘটনা। খবর পেয়ে রথবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, এদিন দুপুরে রথবাড়ি মোড় এলাকায় ভ্যান থেকে তেলের টিন চুরি করার চেষ্টা করে ওই যুবক বলে অভিযোগ। সেই সময় হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে স্থানীয় কয়েকজন। এরপর শুরু হয় উত্তম-মধ্যম মারধর।
৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ফেলে, টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে, ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। গণধোলাই এর স্বীকার যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
advertisement
মালদা শহরে বড় বাজার বলে চিহ্নিত নেতাজি পুরবাজার। দুপুর নাগাদ সাইকেল সেখান থেকে ভ্যানে চাপিয়ে বেশকিছু তেলের টিন নিয়ে আসেন এক ভ্যানচালক। কিন্তু পেছন থেকে দড়ি খুলে একটি সরিষার তেল ভর্তি টিন নামিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। কিন্তু ভ্যানচালক বিষয়টি টের পাননি।
advertisement

ব্যস্ততম ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে অজ্ঞাত পরিচয় ওই যুবককে ঘিরে ধরে। জিজ্ঞাসাবাদে কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেনি ওই যুবক। এরপরেই চলে মারধর। অনেকে ভিড় করে মারধর পর্ব দেখেন। অনেকে আবার মারধরের ছবি মোবাইল ক্যামেরা বন্দি করেন। কিন্তু, কেউই ওই যুবককে গণধোলাইযের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেনি।
advertisement

মারধরে যুবক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন ওই যুবক কিছুটা সুস্থ হলে জেরা করা হবে। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে। গণপিটুনির ঘটনায় যারা যুক্ত তাদেরও চিহ্নিত করবে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 6:42 PM IST