Hooghly News: এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, তৃণমূলের রাজত্বই চায় হুগলির গোঘাট
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি জানান, "২০১১ সালে তৃণমূল সরকার এলেও ২০১৩ সালে পুরোপুরিভাবে পঞ্চায়েত দখল করি। তারপর থেকেই একের পর এক উন্নয়ন সাধারণ মানুষের জন্য কাজ করেছি। রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন দেখে প্রত্যেকটা মানুষ স্তম্ভিত।"
গোঘাট,হুগলি: রাজ্যজুড়ে একের পর এক পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সে জায়গায় দাঁড়িয়ে অন্য কথা বলছে সাধারণ মানুষ। হুগলি জেলার গোঘাটের রুঘবাটি গ্রাম পঞ্চায়েতের মানুষের দাবি, সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। যেখানে বারবার পঞ্চায়েতগুলিকে নিয়ে সরব হয়েছে বিরোধীরা, সেখানে রুঘবাটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে রীতিমতো খুশি এলাকাবাসী।
রুঘবাটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে স্থানীয় বাসিন্দা জানান, "তৃণমূল সরকার যা উন্নয়ন করেছে তার তুলনা নেই। বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সুবিধা দেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামে ঢালাই রাস্তা থেকে শুরু করে ড্রেন-সহ একের পর এক উন্নয়ন করছে পঞ্চায়েত।" সামনে যে পঞ্চায়েত ভোট তাতে মানুষের মনে যা ইচ্ছা তাতে এখনও ১৫ থেকে ২০ বছর তৃণমূল সরকার থাকবে সাধারণ মানুষের দাবি।
advertisement
advertisement
আরও পড়ুন- ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত
এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি জানান, "২০১১ সালে তৃণমূল সরকার এলেও ২০১৩ সালে পুরোপুরিভাবে পঞ্চায়েত দখল করি। তারপর থেকেই একের পর এক উন্নয়ন সাধারণ মানুষের জন্য কাজ করেছি। রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন দেখে প্রত্যেকটা মানুষ স্তম্ভিত।"
advertisement
তবে এর ঠিক উল্টো কথাই বলেছেন স্থানীয় এক বিজেপি নেতা৷ তিনি জানান, "দীর্ঘদিন ধরে কোন উন্নয়ন হয়নি। একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা সবই এই সরকার লুট করেছে৷ সামনের পঞ্চায়েত ভোট মানুষ জবাব দেবে।"
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 6:36 PM IST