Murshidabad: তরুণী ছাত্রীকে খুনের ঘটনায় ৫৪জন স্বাক্ষীর নাম সহ ৭৫দিনের মাথায় চার্জশিট পেশ

Last Updated:

বহরমপুরে (Berhampore) প্রকাশ্যে তরুণী ছাত্রীকে খুনের ঘটনায় জমা পড়ল পুলিশের চার্জশিট। খুনের ঘটনায় ৭৫ দিনের মাথায় শুক্রবার চার্জশিট জমা করলেন তদন্তকারী অফিসাররা।

#বহরমপুরঃ বহরমপুরে (Berhampore) প্রকাশ্যে তরুণী ছাত্রীকে খুনের ঘটনায় জমা পড়ল পুলিশের চার্জশিট। খুনের ঘটনায় ৭৫ দিনের মাথায় শুক্রবার চার্জশিট জমা করলেন তদন্তকারী অফিসাররা। শুক্রবার বহরমপুরে সিজিএম আদালতে ৩৮৬ পাতার চার্জশিট জমা করা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে । প্রসঙ্গত উল্লেখ্য, ২রা মে বহরমপুর শহীদ সূর্য সেন রোডে সন্ধ্যা বেলায় মেসের বাইরে খুন করা হয় বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীকে। বহরমপুরে প্রকাশ্যে তৃতীয় বর্ষের ছাত্রী (Berhampore Murder) কে খুনের ঘটনায় মুল অভিযুক্ত কে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ সুশান্ত চৌধুরীকে। তার বাড়ি মালদা জেলাতে। সামশেরগঞ্জ থানার পুলিশ নাকা চেকিং করার সময়ে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেফতার করে তাকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে পুরোনো প্রেমের সম্পর্ক জানতে পারে।
জিজ্ঞাসাবাদ করার জন্য মালদহেও হাজির হয়েছিল পুলিশ। সেই ঘটনায় এবার চার্জশিট পেশ করল আদালতে বহরমপুর থানার পুলিশ প্রশাসন। প্রথমে পুলিশ হেফাজতে ছিল, তারপর জেল হেফাজতে ছিল সুশান্ত চৌধুরী। অবশেষে তার বিরুদ্ধে চার্জশিট জমা দিল বহরমপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ বৃহস্পতিবার সকাল থেকেই বোমাবাজিতে উত্তপ্ত ডোমকল ও রঘুনাথগঞ্জ!
সরকারী আইনজীবী আরিফুল জামান জানান, সরকারী আইনজীবী জানান, কেস নং ৫৮৯/২২ ডেটেড ২/৫/২০২২ আন্ডার সেকসেন ৩০২। তদন্তকারী আধিকারিক ৭৫দিনের মাথায় চার্জশিট পেশ করল। ৫৪জনের স্বাক্ষীর নাম দেওয়া হয়েছে। আগামী ২৫শে জুলাই সুশান্ত চৌধুরী কে আদালতে পেশ করা হবে। অতি তৎপরতার সঙ্গে বহরমপুর থানা তদন্ত শেষ করে আজকে চার্জশিট পেশ করল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বড়ঞাতে রাজমিস্ত্রীদের স্কিল ডেভলপমেন্টের প্রশিক্ষণ
অভিযুক্তেরআইনজীবী জানান, আজকে তরুণী কে খুনের ঘটনায় সুশান্ত চৌধুরীকে ৩০২ ধারায় চার্জশিট গঠন করা হয়েছে। চার্জশিট কপি পেলে কি করে ডিফেন্ড করা যায় তা দেখা হবে। তবে শুধুমাত্র সুশান্ত চৌধুরীর নামই আছে চার্জশিটে।
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: তরুণী ছাত্রীকে খুনের ঘটনায় ৫৪জন স্বাক্ষীর নাম সহ ৭৫দিনের মাথায় চার্জশিট পেশ
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement