Murshidabad Durgapuja 2022: পাঁচথুপি পুরাতন বাটির পুজোয় নতুন পালক! মিলল কেন্দ্রের হেরিটেজ তকমা
- Published by:Pooja Basu
Last Updated:
সম্প্রতি কলকাতা যাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান জ্ঞাপন করা হয়। প্রায় ৬০০ বছর আগে রাজা নরপতি ঘোষ এই পুজোর প্রতিষ্ঠা করেন মুর্শিদাবাদ বীরভূম সীমান্তের গ্রাম পাঁচথুপিতে। স্থানীয়দের কাছে এই পুজো ঘোষ হাজরা বাড়ির পুজো বলেই পরিচিত।
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের পাঁচথুপি পুরাতন বাটির পুজোর বয়স প্রায় ছশো।দিনের হিসেবে প্রাচীনতম না হলেও ধারে ও ভারে এই পুজো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে খোদ ভারত সরকারের তরফে। আর তাতেই যেন যৌবন ফিরে পেয়েছে ছশো বছরের প্রাচীন এই পুজো। সম্প্রতি কলকাতা যাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান জ্ঞাপন করা হয়। প্রায় ৬০০ বছর আগে রাজা নরপতি ঘোষ এই পুজোর প্রতিষ্ঠা করেন মুর্শিদাবাদ বীরভূম সীমান্তের গ্রাম পাঁচথুপিতে। স্থানীয়দের কাছে এই পুজো ঘোষ হাজরা বাড়ির পুজো বলেই পরিচিত। রাজা নরপতি ঘোষ এলাকার মানুষদের মঙ্গল কামনার্থে এই পুজো চালু করেছিলেন।
আরও পড়ুন Murshidabad| Durga Puja 2022: দুর্গাপুজোর গাইড ম্যাপ, জেনে নিন কোন পথে যাবেন প্রতিমা দর্শনে
জনশ্রুতি আছে একবার পুজোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই বাড়িতে কিন্তু দেবীর মহিমায় অলৌকিকভাবে সেই অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেয়েছিল পরিবার। ঘটেনি কোনও প্রাণহানি। এছাড়াও প্রচলিত রয়েছে দেবীর একাধিক মাহাত্ম্য। একই সঙ্গে শাক্ত ও বৈষ্ণব মতে হয়। কৃষ্ণানবমীর দিন দেবীর বোধন হয়। চলে দশমী পর্যন্ত। একাধারে শাক্ত ও বৈষ্ণব মতে দেবীর পুজো হওয়ায় অন্যান্য পুজোর থেকে এই পুজো কিছুটা আলাদা।
advertisement
আরও পড়ুন Nadia News: রাস্তা থেকে উধাও আস্ত একটি লরি, চাঞ্চল্য রানাঘাটে
পরিবারের কর্তা জানালেন, কিছুদিন আগে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রাচীন দুর্গাপুজো নিয়ে একটি অনুসন্ধান চালায়, সেখান অংশগ্রহণ করে প্রাচীন এই পুজোর আচার ও সংস্কৃতিগত তথ্য বিস্তারিত ভাবে জানানো হয়েছিল সংস্কৃতি মন্ত্রককে। সেখান থেকেই এই পুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা পুজোর কটা দিন পাঁচথুপি গ্রামে হাজির হয়ে থাকেন। কেন্দ্রীয় সরকারের এই স্বীকৃতিতে যথার্থই খুশি ঘোষ হাজরা পরিবার আন্তরিক ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি দফতরকে।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
September 29, 2022 2:11 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Durgapuja 2022: পাঁচথুপি পুরাতন বাটির পুজোয় নতুন পালক! মিলল কেন্দ্রের হেরিটেজ তকমা