বহরমপুরঃ কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। বেশ কয়েক দিন হোক কিংবা মাত্র দুদিন, ছুটি পেলেই বাঙালি হয় পাহাড়মুখী নয়তো বা সাগরমুখী। নিদেন পক্ষে হাতের কাছে হাজারদুয়ারীর হাতছানিতে বিবশ বাঙালি বেরিয়ে পড়ে বাক্স গুছিয়ে। পর্যটন শুধু মাত্র মনকে আনন্দ দেয় তাই নয়, অর্থনীতিকেও মজবুত করে। রাজ্যের পর্যটন মানচিত্রে মুর্শিদাবাদ জেলাকে গুরুত্বপূর্ণ করে তুলতে বহরমপুরে শুরু হয়েছে পর্যটন মেলা। বহরমপুর এফইউসি মাঠে আয়োজিত ১২তম এই পর্যটন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার বিকেলে । চলবে আগামী রবিবার পর্যন্ত। মূলত ভ্রমণ পিপাসুদের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় যোগ দিয়েছেন রাজ্য ও জেলার পর্যটন দফতরের প্রতিনিধি। পাশাপাশি পর্যটন ব্যাবসার সাথে যুক্ত ব্যবসায়ী ও বিভিন্ন হোটেলের প্রতিনিধি দলও স্টল দিয়েছেন মেলায়। রয়েছে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ ডঃ সুজাতা ব্যানার্জি। দেশ বিদেশের নানান বেড়াতে যাওয়ার হদিশ নিয়ে এই পর্যটন মেলা চলবে তিনদিন ধরে। আয়োজকরা জানান, মুর্শিদাবাদ জেলাকে দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বের সাথে তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গোটা জেলার পাশাপাশি রাজ্যের ডুয়ার্স কিংবা সুন্দরবন ভ্রমণকারী বিভিন্ন সংস্থা উপস্থিত রয়েছেন এই পর্যটন মেলাতে। মোট ৫৪টি ষ্টল করা হয়েছে। তবে জেলার বাইরে থেকে ভ্রমণ সংস্থা এলেও এবছর বাংলার বাইরে থেকে কোনো ভ্রমণ সংস্থা আসেনি। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ ডঃ সুজাতা ব্যানার্জি জানান, কোভিড মহামারী পরিস্থিতি কাটিয়ে প্রায় দুবছর পর এই মেলার আয়োজন করা হল। আজ আমরা খুশি ভ্রমণ পিপাসুদের জন্য আয়োজিত এই মেলাতে আসতে পেরে। এই মেলা থেকে উপকৃত হবেন গোটা জেলার ভ্রমণ পিপাসু সাধারণ মানুষ। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী । মুর্শিদাবাদ ।KOUSHIK ADHIKARY. MURSHIDABAD
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Murshidabad, Tourism