Murshidabad News: একের পর এক বাড়ি ঘর তলিয়ে গিয়েছে সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে

Last Updated:

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে মহেশটোলা গ্রামের গঙ্গা ভাঙন যেন থামার নাম নেই। ফের গঙ্গা ভাঙন সামশেরগঞ্জে । এবার গঙ্গা গর্ভে তলিয়ে গেলো তিনতলা বাড়ি।  পরপর বেশ কিছু দিন ধরেই গঙ্গা গর্ভে বাড়ি তলিয়ে যেতেই আতঙ্ক সৃষ্টি হয়েছে।

+
সামশেরগঞ্জের

সামশেরগঞ্জের মহেশটোলা গ্রামে ভাঙনে বিধ্বস্ত গ্রাম

#মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে মহেশটোলা গ্রামের গঙ্গা ভাঙন যেন থামার নাম নেই। ফের গঙ্গা ভাঙন সামশেরগঞ্জে । এবার গঙ্গা গর্ভে তলিয়ে গেলো তিনতলা বাড়ি। পরপর বেশ কিছু দিন ধরেই গঙ্গা গর্ভে বাড়ি তলিয়ে যেতেই আতঙ্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামজুড়ে। ভাঙন আতঙ্কে এলাকাজুড়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। যে কোনো মুহূর্তে তলিয়ে যাবার আশঙ্কায় অন্যত্র পালাচ্ছেন বাসিন্দারা।
এই ভাঙনের জেরে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা কি করবেন? কোথায় যাবেন? কোথায় আশ্রয় নেবেন? চোখের সামনে নিজ বাড়ি তলিয়ে যেতে দেখে ঘুম বন্ধ এলাকাবাসীর। যেন এক অসহায়ত্বের চিত্র ফুটে উঠেছে সামসেরগঞ্জ। এখনও পর্যন্ত হয়নি কোনো সুরাহা। নেই প্রশাসনিক পর্যাপ্ত পরিমাণে পদক্ষেপ। আর যার ফলেই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের ক্ষোভ আরও চওড়া হচ্ছে। আদৌ কি কোনও সুরাহা মিলবে নাকি চোখের সামনেই বাড়ি ঘর গোটা গ্রাম তলিয়ে যাবে এই গঙ্গা গর্ভে ।
advertisement
advertisement
সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামের ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, এখন বর্তমানে যেখানে গঙ্গা চলে এসেছে তিন বছর আগে চার কিলোমিটার দুরে ছিল এই গঙ্গা। তবে ধীরে ধীরে নিত্যদিন রাক্ষসী গঙ্গা ভাঙন অব্যাহত আছে যার ফলে বাড়ির দোর গোড়ায় চলে এসেছে গঙ্গা। ফলে গত এক সপ্তাহ ধরে মন্দির থেকে বাড়ি সমস্ত কিছুই তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি ঘর।
advertisement
মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙন ।মা কালীর মন্দির থেকে বাড়ি ঘর ভিটে মাটি জমি সমস্ত কিছু তলিয়ে গিয়েছে। শুধু তাই নয়, শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি দিয়েও কোন ভাঙন কবলিত এলাকার কাজ করা হয় না আদৌ । ফলে প্রতিশ্রুতি মিলে কিন্তু বাস্তবে কোনও কাজ হয় না। যার ফলে গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি ঘর। চোখের সামনেই বাড়ি ঘরের ভাঙন দেখেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা । অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ ।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: একের পর এক বাড়ি ঘর তলিয়ে গিয়েছে সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement