Murshidabad News: বসত বাড়ি বিক্রি নিয়ে বিবাদ, আর তার জেরেই চরম পরিনতি বৃদ্ধের
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
Murshidabad News: বাড়ি বিক্রি করাকে কেন্দ্র করে বিবাদের জেরে বাবাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে।
সামসেরগঞ্জ: বাড়ি বিক্রি করাকে কেন্দ্র করে বিবাদের জেরে বাবাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার সুলিতলা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আব্দুস সাত্তার(৫৪)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলে মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, সম্প্রতি নিজেদের বসত বাড়িটি অন্য একজনের কাছে বিক্রি করে দেন আব্দুস সাত্তার নামে ওই ব্যক্তি। সেই টাকা তিন ছেলেকে সমান ভাগে ভাগ করেও দেন তিনি। কিন্তু বাবার বাড়ি বিক্রির সিদ্ধান্ত ও টাকা বন্টনের বিষয়টি মানতে পারেনি ছেলে মোশারফ হোসেন। যার জেরে মাঝেমধ্যেই বাবা ছেলের ঝামেলা লেগেই থাকত।
advertisement
advertisement
আরও পড়ুন: বেআইনি অনুপ্রবেশের চেষ্টা, ফরাক্কায় গ্রেফতার বাংলাদেশি যুবক
বৃহস্পতিবার সকালে ফের একবার বাবা ছেলের গন্ডগোলে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। ঝামেলার এক পর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র হাঁসুয়া নিয়ে পেটে আঘাত ও কুপিয়ে দেয় ছেলে বলে অভিযোগ। কার্যত রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি আব্দুস সাত্তার নামে ওই ব্যক্তিকে অনুপনগর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের হাতে বাবা খুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। সকাল সকাল মর্মান্তিক ঘটনায় এলাকায় কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 2:31 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বসত বাড়ি বিক্রি নিয়ে বিবাদ, আর তার জেরেই চরম পরিনতি বৃদ্ধের

