Murshidabad News: গল্প হলেও সত্যি! ৫৫ বছর বয়সেই সাইকেল চালিয়ে হজে যাচ্ছেন সামশেরগঞ্জের নুরেমান! হাতে টাকা কত?

Last Updated:

Murshidabad News: ৫৫ বছর বয়সের নুরেমান সকলের কাছে বিদায় নিয়েই মক্কার উদ্যেশ্যে শুরু করলেন যাত্রা, তবে বিমান বা নৌপথে না।সাইকেল চালিয়ে হজ্ব করতে যাচ্ছেন সামশেরগঞ্জের নুরেমান। দীর্ঘ ৬ মাসের যাত্রা হবে বলেই জানা গিয়েছে। 

+
সাইকেলে

সাইকেলে চেপে নুরেমান শেখ রওনা দিচ্ছেন 

মুর্শিদাবাদ: ৫৫ বছর বয়সের নুরেমান শুরু করলেন হজ যাত্রা, তবে বিমান বা নৌপথে না।সাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন সামশেরগঞ্জের নুরেমান। দীর্ঘ ৬ মাসের যাত্রা হবে বলেই জানা গিয়েছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা পেশায় চাষী ও দিনমজুর নুরেমান। তবে তার ইচ্ছে শক্তিকে জয় করে সাইকেল চালিয়ে হজ করতে মক্কা যাচ্ছেন ৫৫ বছর বয়সি নুরেমান শেখ।
সামশেরগঞ্জের প্রত্যন্ত গ্রাম উত্তর মোহাম্মদপুর গ্রামে নুরেমানের বাড়ি। বাড়িতে আছেন স্ত্রী, পাঁচ মেয়ে ও চার ছেলে। দীর্ঘ ছয় মাসের রাস্তার জন্য অল্প কিছু টাকা ও খাবার নিয়েই হজ করতে বেড়িয়েছেন সামশেরগঞ্জের বাসিন্দা। নুরেমান শেখ জানান, হজ করাটা তার একটা স্বপ্ন।তবে হতদরিদ্র পরিবারের গরিব মানুষ। টাকা পয়সা না থাকায় জাহাজে করে হজ যাওয়ার সামর্থ নেই। তাই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সাইকেল নিয়েই যাত্রা শুরু করেছেন। তার দাবি, ভারতের বর্ডার পেরিয়ে পাকিস্তান,পরে আফগানিস্তান, পরবর্তীতে ইরান হয়ে মক্কায় পৌঁছাতে সময় লাগবে মোট ছয় মাস।
advertisement
advertisement
প্রতিদিন ৪০ থেকে ৬০ কিলোমিটার সাইকেল চালিয়ে মসজিদে রাত্রি যাপন করবেন বলেও জানান নুরেমান। এদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে, সাইকেল চালিয়ে হজ করার জন্য স্থানীয় বিডিও থেকে শুরু করে মহকুমা শাসক, জেলা শাসক অফিসেও আবেদন জানিয়েছিলেন নুরেমান শেখ।
advertisement
যদিও সব দেশের পাসপোর্ট কিংবা ভিসা নেওয়ার জন্য অত্যাধিক টাকার প্রয়োজন বলে কর্মকর্তারা জানাতেই হতাশ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। ঠিক তারপরই শুধুমাত্র ভারতের পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে হজ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। যদিও বর্তমানে তার পাকিস্তান পর্যন্ত ভিসা করা আছে। তারপর তিনি পাকিস্তানে পৌঁছানোর পরে আফগানিস্তান ও ইরান হয়ে মক্কায় যাবেন।
advertisement
বর্তমানে মাত্র বন্ধু ও এলাকার বাসিন্দাদের কাছ থেকে মাত্র ১০ হাজার টাকা হাতে করে নিয়ে রওনা দিয়েছেন বলেই জানা গিয়েছে। পাকিস্তান বর্ডারে গিয়ে সেখানেই ভিসা সংক্রান্ত কথা বলে তারপরেই মক্কার দিকে এগিয়ে যাবেন বলেই জানিয়েছেন নুরেমান। এদিকে সামশেরগঞ্জের প্রত্যন্ত গ্রাম উত্তর মোহাম্মদপুর থেকে সুদূর মক্কার উদ্দেশ্যে হজ করতে যাওয়ার ঘটনায় নুরেমান শেখকে সাধুবাদজানিয়েছেন এলাকাবাসীরা। তার কর্মকান্ডে খুশি সকলেই।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গল্প হলেও সত্যি! ৫৫ বছর বয়সেই সাইকেল চালিয়ে হজে যাচ্ছেন সামশেরগঞ্জের নুরেমান! হাতে টাকা কত?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement