Viral Video: মাথায় মুকুট-টিকলি, গোলাপি বেনারসী! কলকাতা মেট্রোয় কে ওটা...? নেটপাড়া কাঁপাল ভাইরাল খুদে

Last Updated:

Kolkata Metro Viral Video: মেট্রোতে ছোট্ট দুগ্গা! ছোট্ট মেয়ের নিষ্পাপ উপস্থিতি, শরতের শিউলিতে আকাশে বাতাসে পুজোর গন্ধ...

খুদে দুগ্গার ভাইরাল ভিডিও কাঁপাল নেটপাড়া
খুদে দুগ্গার ভাইরাল ভিডিও কাঁপাল নেটপাড়া
ভাইরাল ভিডিও: চট করে দেখলেই চোখ আটকে যাবে। যেন হঠাৎ দেখা সাক্ষাৎ ছোট্ট দুগ্গা মা। পরনে গোলাপি রঙের শাড়ি। খোঁপায় আবার গোলাপ গোঁজা। পায়ে বাহারি জুতো। এই সাজেই মেট্রোর এক কোণ থেকে অন্য কোণে ছোট্ট পায়ে দৌড়ে বেড়াচ্ছে এই পুচকে মেয়ে। মুচকি মুচকি হাসিতে টেনে নিচ্ছে সবার চোখ।
কলকাতা মেট্রোর যাত্রীদের হঠাৎ যেন এক কেজো দিনেও একঝলক টাটকা বাতাস এনে দিল এক খুদে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে ঝড় তুললো সোশ্যাল মিডিয়া জুড়ে। অফিসের দিনের ব্যস্ত মেট্রোয় যাত্রীরা সবাই কম বেশি হেডফোনে গান শুনতে বা খবরের কাগজে বা মোবাইলে চোখ রেখে যাচ্ছিলেন। তারই মধ্যে হঠাৎ এই ছোট্ট দুর্গার আবির্ভাবে রীতিমত হাসি ছড়িয়ে পড়ল সবার মুখে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়াতে আজকাল নানা ভিডিও মুহূর্তে ভাইরাল হতে দেখা যায়। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললে তো রিল, ভিডিয়োর শেষ নেই। কিছু কিছু ভিডিয়ো দেখে যেমন হাসি পায়, তেমন রাগ ধরে। কিন্তু কিছু ভিডিয়ো থাকে যা আপনার মন ভাল করে দেয়, দিতে বাধ্য। আবার কোনও ভিডিওতে ফুটে ওঠে জীবনের নানা দার্শনিক পাঠ। কিন্তু এই ভিডিওটি নেহাতই মন ভাল করা একটি ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও।
advertisement
ভাইরাল ভিডিয়ো
কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে? এক ছোট্ট শিশুকন্যা শাড়ি গয়না পরে গোটা মেট্রো জুড়ে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, হাসছে। মেট্রো স্টেশনেও তাকে খেলে বেড়াতে দেখা যাচ্ছে। আর তার সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। অনেকেই তাকে সোশ্যাল মিডিয়ায় ছোট্ট দুর্গার আখ্যা দিয়েছেন।
advertisement
ভাইরাল ভিডিয়োতে দেখা যায় যাঁরা ওই খুদের সহযাত্রী ছিলেন তাঁরা সকলেই ফোনে ওর ভিডিয়ো করতে, ছবি করতে ব্যস্ত। কেউ কেউ আবার ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। বা ক্যামেরা বের করে ছবি তুলেছেন। আর হবে নাই বা কেন এই একরত্তির থেকে চোখ ফেরানো যে দায়! তার হাসিতেই সে বাজিমাত করেছে যেন।
advertisement
অনেকেই এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘ওমা ছোট্ট দুর্গাটা কী মিষ্টি! সেরা রিল।’ একজন লিখেছেন, ‘ওকে তো তুলে নিয়ে আমার বাড়ি চলে আসব।’ তবে অধিকাংশ মানুষের বক্তব্যই এক, ‘ কী মিষ্টি’, ‘কী সুন্দর’, ‘ছোট্ট দুর্গা’। kolkata_oikkotaan নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার হতেই ইতিমধ্যেই এই ৫ লাখের বেশি লাইক পেয়েছে। ভিউজ বেড়েছে ঝড়ের গতিতে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: মাথায় মুকুট-টিকলি, গোলাপি বেনারসী! কলকাতা মেট্রোয় কে ওটা...? নেটপাড়া কাঁপাল ভাইরাল খুদে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement