World's Best School List 2023 : ভারতের দু-দু'টি স্কুল বিশ্বের 'সেরা তিনের' তালিকায়...! কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান? দেখুন চমকে দেওয়া লিস্ট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
World's Best School List 2023 | Best School List 2023 in World : দুনিয়ার সেরা তিন স্কুলের তালিকায় এবার বিরাট চমক। ভারত থেকেই বেছে নেওয়া হল দুটি স্কুলের নাম। কোন কোন স্কুল পৃথিবীর স্কুলের শ্রেষ্ঠত্বের তালিকায় রয়েছে দেখুন। কেন সেরা? রইল বিস্তারিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
World's Best School List 2023: কীসের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়েছে? এই প্রসঙ্গে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ করে কোভিডের সময়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে স্কুলগুলির ভূমিকা এবং অবদানের যাচাই করা হয়েছে। সেই নির্বাচিত তালিকা থেকেই শেষ পর্যন্ত 'টপ থ্রি' নির্বাচন করা হয়েছে।
advertisement
World's Best School List 2023: পরীক্ষার ফল, শিক্ষকদের মান ইত্যাদি নয়, বরং স্কুলের পরিবেশকেই বেশি গুরুত্ব দিয়েছেন ইংল্যান্ডে সংশ্লিষ্ট পুরস্কারের আয়োজকরা। সেক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ বিজয়ীর মধ্যে ২ কোটি ৭ লাখ টাকা ভাগ করে দেওয়া হবে। যেখানে প্রত্যেক বিজয়ী স্কুল পাবে ৪১ লাখ ৪৫ হাজার টাকা। সবমিলিয়ে বিশ্বের এই শ্রেষ্ঠত্বের তালিকায় দুই ভারতীয় স্কুলের নাম গোটা দেশের জন্যই গর্বের এ বিষয়ে কোনও সন্দেহ নেই।