World's Best School List 2023 : ভারতের দু-দু'টি স্কুল বিশ্বের 'সেরা তিনের' তালিকায়...! কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান? দেখুন চমকে দেওয়া লিস্ট

Last Updated:
World's Best School List 2023 | Best School List 2023 in World : দুনিয়ার সেরা তিন স্কুলের তালিকায় এবার বিরাট চমক। ভারত থেকেই বেছে নেওয়া হল দুটি স্কুলের নাম। কোন কোন স্কুল পৃথিবীর স্কুলের শ্রেষ্ঠত্বের তালিকায় রয়েছে দেখুন। কেন সেরা? রইল বিস্তারিত।
1/13
World's Best School List 2023: দুনিয়ার সেরা তিন স্কুলের তালিকায় এবার বিরাট চমক। ভারত থেকেই বেছে নেওয়া হল দুটি স্কুলের নাম। কোন কোন স্কুল পৃথিবীর স্কুলের শ্রেষ্ঠত্বের তালিকায় রয়েছে দেখুন। কেন সেরা? রইল বিস্তারিত।
World's Best School List 2023: দুনিয়ার সেরা তিন স্কুলের তালিকায় এবার বিরাট চমক। ভারত থেকেই বেছে নেওয়া হল দুটি স্কুলের নাম। কোন কোন স্কুল পৃথিবীর স্কুলের শ্রেষ্ঠত্বের তালিকায় রয়েছে দেখুন। কেন সেরা? রইল বিস্তারিত।
advertisement
2/13
World's Best School List 2023: সব অভিভাবকই চান সেরা স্কুলে সন্তানের পঠন পাঠন। স্কুল নির্বাচন নিয়ে বাবা-মায়েদের চিন্তার শেষ নেই। বাড়ির পরে ছাত্রজীবনে ছেলে-মেয়েদের জীবনের বেশিরভাগ সময়টাই কাটে স্কুলে। আগামী দিনে তাঁরা কেমন মানুষ হয়ে উঠবে তা অনেকটাই নির্ভর করে স্কুলের পরিবেশের উপর।
World's Best School List 2023: সব অভিভাবকই চান সেরা স্কুলে সন্তানের পঠন পাঠন। স্কুল নির্বাচন নিয়ে বাবা-মায়েদের চিন্তার শেষ নেই। বাড়ির পরে ছাত্রজীবনে ছেলে-মেয়েদের জীবনের বেশিরভাগ সময়টাই কাটে স্কুলে। আগামী দিনে তাঁরা কেমন মানুষ হয়ে উঠবে তা অনেকটাই নির্ভর করে স্কুলের পরিবেশের উপর।
advertisement
3/13
World's Best School List 2023: আর ভাল স্কুল মানে শুধুই উন্নতমানের পড়াশোনা নয়, পঠনপাঠনের পাশাপাশি অন্যান্য সব ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব পেলেই একটি স্কুল সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠে। অনুকূল পরিবেশ-সহ আরও নানান মাপকাঠি কাজ করে স্কুলের মান নির্ণয়ে।
World's Best School List 2023: আর ভাল স্কুল মানে শুধুই উন্নতমানের পড়াশোনা নয়, পঠনপাঠনের পাশাপাশি অন্যান্য সব ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব পেলেই একটি স্কুল সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠে। অনুকূল পরিবেশ-সহ আরও নানান মাপকাঠি কাজ করে স্কুলের মান নির্ণয়ে।
advertisement
4/13
World's Best School List 2023: স্কুলের রেজাল্ট ভাল থাকার পাশাপাশি ভাল পরিবেশও জরুরি। এবার সেই সব দিক বিচার করে বিশ্বের সেরা ৩ শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলি তার উত্তরই খুঁজলেন বিশেষজ্ঞরা। নির্ধারিত হল বিশ্বের সেরা তিন স্কুল।
World's Best School List 2023: স্কুলের রেজাল্ট ভাল থাকার পাশাপাশি ভাল পরিবেশও জরুরি। এবার সেই সব দিক বিচার করে বিশ্বের সেরা ৩ শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলি তার উত্তরই খুঁজলেন বিশেষজ্ঞরা। নির্ধারিত হল বিশ্বের সেরা তিন স্কুল।
advertisement
5/13
World's Best School List 2023: আর সবাইকে চমকে দিয়ে সেই তালিকায় এবার জায়গা করে নিল ভারতের দুই-দুইটি স্কুল।
World's Best School List 2023: আর সবাইকে চমকে দিয়ে সেই তালিকায় এবার জায়গা করে নিল ভারতের দুই-দুইটি স্কুল।
advertisement
6/13
World's Best School List 2023: পৃথিবীর সেরা স্কুলের প্রতিযোগিতা হয় ইংল্যান্ডে। গত জুন মাসে প্রকাশিত হয়েছে পৃথিবীর সেরা দশটি স্কুলের তালিকা। যেখানে ছিল ভারত থেকে পাঁচটি স্কুল।
World's Best School List 2023: পৃথিবীর সেরা স্কুলের প্রতিযোগিতা হয় ইংল্যান্ডে। গত জুন মাসে প্রকাশিত হয়েছে পৃথিবীর সেরা দশটি স্কুলের তালিকা। যেখানে ছিল ভারত থেকে পাঁচটি স্কুল।
advertisement
7/13
World's Best School List 2023: আর এবার ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের পৃথিবীর সেরা তিন স্কুলের পুরস্কার প্রাপকদের নাম। প্রতিযোগিতার দৌড়ে সেই চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যেই রয়েছে ভারতের দুই স্কুল।
World's Best School List 2023: আর এবার ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের পৃথিবীর সেরা তিন স্কুলের পুরস্কার প্রাপকদের নাম। প্রতিযোগিতার দৌড়ে সেই চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যেই রয়েছে ভারতের দুই স্কুল।
advertisement
8/13
World's Best School List 2023:সেরা তিনে ভারতের স্নেহালয় ইংলিশ মিডিয়াম স্কুল। মহারাষ্ট্রের আহমেদনগরের এটি একটি দাতব্য বিদ্যালয়। প্রতিকূলতা অতিক্রম করার জন্য বিশ্বের সেরা স্কুল পুরস্কারের তালিকায় এসেছে এই স্কুলটি।
World's Best School List 2023:সেরা তিনে ভারতের স্নেহালয় ইংলিশ মিডিয়াম স্কুল। মহারাষ্ট্রের আহমেদনগরের এটি একটি দাতব্য বিদ্যালয়। প্রতিকূলতা অতিক্রম করার জন্য বিশ্বের সেরা স্কুল পুরস্কারের তালিকায় এসেছে এই স্কুলটি।
advertisement
9/13
World's Best School List 2023: এইচআইভি আক্রান্ত এবং যৌনকর্মীদের পরিবার থেকে আসা শিশুদের জীবন পরিবর্তন করার ক্ষেত্রে এই স্কুলের বিশেষ অবদান খুবই গুরুত্ব পেয়েছে।
World's Best School List 2023: এইচআইভি আক্রান্ত এবং যৌনকর্মীদের পরিবার থেকে আসা শিশুদের জীবন পরিবর্তন করার ক্ষেত্রে এই স্কুলের বিশেষ অবদান খুবই গুরুত্ব পেয়েছে।
advertisement
10/13
World's Best School List 2023: তালিকায় আছে গুজরাতের আহমেদাবাদের একটি স্বতন্ত্র আন্তর্জাতিক স্কুল, রিভারসাইড স্কুল। উদ্ভাবন শক্তির জন্য স্থান পেয়েছে বিশ্বের সেরা স্কুল পুরস্কারের তালিকায়।
World's Best School List 2023: তালিকায় আছে গুজরাতের আহমেদাবাদের একটি স্বতন্ত্র আন্তর্জাতিক স্কুল, রিভারসাইড স্কুল। উদ্ভাবন শক্তির জন্য স্থান পেয়েছে বিশ্বের সেরা স্কুল পুরস্কারের তালিকায়।
advertisement
11/13
World's Best School List 2023: পরিবেশগত ক্ষেত্রে উদ্যোগ অর্থাৎ 'কমিউনিটি কোলাবরেশন', উদ্ভাবন শক্তি, প্রতিকূলতা কাটিয়ে ওঠা এবং স্বাস্থ্যকর জীবনের মতো পাঁচটি বিভাগে পৃথিবীর বিভিন্ন স্কুলকে বেছে নেওয়া হয়েছে এই তালিকায়।
World's Best School List 2023: পরিবেশগত ক্ষেত্রে উদ্যোগ অর্থাৎ 'কমিউনিটি কোলাবরেশন', উদ্ভাবন শক্তি, প্রতিকূলতা কাটিয়ে ওঠা এবং স্বাস্থ্যকর জীবনের মতো পাঁচটি বিভাগে পৃথিবীর বিভিন্ন স্কুলকে বেছে নেওয়া হয়েছে এই তালিকায়।
advertisement
12/13
World's Best School List 2023: কীসের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়েছে? এই প্রসঙ্গে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ করে কোভিডের সময়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে স্কুলগুলির ভূমিকা এবং অবদানের যাচাই করা হয়েছে। সেই নির্বাচিত তালিকা থেকেই শেষ পর্যন্ত 'টপ থ্রি' নির্বাচন করা হয়েছে।
World's Best School List 2023: কীসের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়েছে? এই প্রসঙ্গে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ করে কোভিডের সময়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে স্কুলগুলির ভূমিকা এবং অবদানের যাচাই করা হয়েছে। সেই নির্বাচিত তালিকা থেকেই শেষ পর্যন্ত 'টপ থ্রি' নির্বাচন করা হয়েছে।
advertisement
13/13
World's Best School List 2023: পরীক্ষার ফল, শিক্ষকদের মান ইত্যাদি নয়, বরং স্কুলের পরিবেশকেই বেশি গুরুত্ব দিয়েছেন ইংল্যান্ডে সংশ্লিষ্ট পুরস্কারের আয়োজকরা। সেক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ বিজয়ীর মধ্যে ২ কোটি ৭ লাখ টাকা ভাগ করে দেওয়া হবে। যেখানে প্রত্যেক বিজয়ী স্কুল পাবে ৪১ লাখ ৪৫ হাজার টাকা। সবমিলিয়ে বিশ্বের এই শ্রেষ্ঠত্বের তালিকায় দুই ভারতীয় স্কুলের নাম গোটা দেশের জন্যই গর্বের এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
World's Best School List 2023: পরীক্ষার ফল, শিক্ষকদের মান ইত্যাদি নয়, বরং স্কুলের পরিবেশকেই বেশি গুরুত্ব দিয়েছেন ইংল্যান্ডে সংশ্লিষ্ট পুরস্কারের আয়োজকরা। সেক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ বিজয়ীর মধ্যে ২ কোটি ৭ লাখ টাকা ভাগ করে দেওয়া হবে। যেখানে প্রত্যেক বিজয়ী স্কুল পাবে ৪১ লাখ ৪৫ হাজার টাকা। সবমিলিয়ে বিশ্বের এই শ্রেষ্ঠত্বের তালিকায় দুই ভারতীয় স্কুলের নাম গোটা দেশের জন্যই গর্বের এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
advertisement
advertisement