Murshidabad News: কচ্ছপ কাণ্ড! বাজার থেকে কচ্ছপ কিনে এনে খবর দেন বনদফতরে! অবশেষে যা হল!

Last Updated:

Murshidabad News: এই কচ্ছপের উদ্ধার কাণ্ড জানলে অবাক হবেন! জানুন

+
উদ্ধার

উদ্ধার হওয়া কচ্ছপ মুর্শিদাবাদে

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ছক্কর নগর এলাকায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে নিয়ে গেল লালবাগের বনদফতর আধিকারিকের কর্মীরা। জানা যায়, বিরল প্রজাতির কচ্ছপ ছকন্নগর এলাকা থেকে উদ্ধার করল বুধবার। স্থানীয়দের কাছে খবর পেয়ে কচ্ছপ উদ্ধার করল বনদফতরের কর্মীরা।
জানা যায় যে চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই যুবক পাথরের উপরে একটি কচ্ছপকে বসে থাকতে দেখে । তারপরে সাব্বির আহমেদ ও তার এক বন্ধু কচ্ছপটি নিয়ে আসে বাড়িতে । তারপরেই খবর দেওয়া হয় বনদফতরকে। বনদফতরের লোক এসে কচ্ছপটি নিয়ে যায় । কচ্ছপ দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ।
advertisement
advertisement
তবে যুবক সাব্বির আহমেদ জানিয়েছেন, বর্তমানে অনেক জায়গায় হারিয়ে যাচ্ছে এই কচ্ছপ। মানুষ যেন এই বিলুপ্তপ্রায় প্রাণীর মর্যাদা করতে পারে তাহলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। ইতি মধ্যেই বনদফতরের কর্মীরা এসে এই কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতরের তরফে জানানো হয়, এই কচ্ছপটিকে কোন বড় কোনও সুরক্ষিত জলাশয়ে ছেড়ে দেওয়া হবে। কচ্ছপটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ায় ওই যুবককে সাধুবাদ জানিয়েছেন বন দফতরের কর্মী ও এলাকাবাসীরাও।
advertisement
গত মার্চ মাসের ১৩তারিখে রানীতলায় উদ্ধার হয় একটি বিরল প্রজাতির কচ্ছপ। রাস্তায় বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ। আর সেই কচ্ছপ ক্রয় করে সেই বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারের পর বন দফতরের হাতে তুলে দেন রানিতলা থানার যুবক পিন্টু ঘোষ। মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত জাফরাবাদের বাসিন্দা পিন্টু ঘোষ। সেখপাড়া এলাকায় সে কাজে যায়। কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখেন এলাকার মানুষের জটলা। সেখানে বিক্রি হচ্ছিল এই কচ্ছপটি। পেশায় ব্যবসায়ী পিন্টু ঘোষ বিরল প্রজাতির কচ্ছপটি কিনে বাড়ি নিয়ে যান। তারপরে তিনি নিজেই ফোন করে থানা ও বন দফতরের কর্মীদের জানান। বন দফতরের কর্মীরা এসে কচ্ছপটি তাঁর কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায়। তবে আবার মুর্শিদাবাদে ছক্কর নগর থেকে কচ্ছপ উদ্ধার করার তা তুলে দেওয়া হল বনদফতরের হাতে ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কচ্ছপ কাণ্ড! বাজার থেকে কচ্ছপ কিনে এনে খবর দেন বনদফতরে! অবশেষে যা হল!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement