Murshidabad News: রোজগার স্বল্প, তবুও নিজেদের জানা বাঁশ-বেতের কাজে ভর দিয়ে স্বনির্ভর ‘এই’ গ্রাম
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া এলাকায় বেতের কাজ তৈরি ও হস্তশিল্পের করে স্বর্নিভর হন গ্রামের বাসিন্দারা । বাঁশের তৈরি নানা মাছ ধরার সামগ্রী বানিয়েই স্বনির্ভর এই গ্রামের বাসিন্দারা
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া এলাকার বাসিন্দারা বাঁশের তৈরি নানা হাতের কাজ করে স্বনির্ভর। ভোট আসে ভোট যায়, তবুও সুরাহা হয় না ডাহাপাড়া গ্রামের বেতের কাজ করা সাধারণ মানুষের। ডাহাপাড়ার বাগান পাড়া গ্রামে কয়েকটি পরিবার তাঁরা বেতের কাজের ওপর কুটির শিল্পের সঙ্গে যুক্ত। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এই গ্রামে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম।
মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত ডাহাপাড়া গ্রাম ।এই গ্রামে বাগান পাড়া গ্রামের বাসিন্দাদের বসবাস। তাঁদের মূলরোজগার হস্তশিল্প। মুলত, বাঁশ কেটে ও বাঁশ ফাটিয়ে তৈরি করা হয় মাছ ধরার বিত্তি। শুধু তাই নয় বড়ি দেওয়ার কাজে ব্যবহার করা চাঁচ।যা বাঁশ দিয়ে তৈরী শিল্প। এর প্রধান উপকরণ বাঁশ। সাধারণত গ্রামের লোকেরা এই শিল্পের সঙ্গে জড়িত এবং বেশির ভাগ তারাই এসব ব্যবহার করে।
advertisement
advertisement
বাঁশের ব্যবহার বিবিধ। বাঁশের তৈরি মাথাল, ওরা, ভার ইত্যাদি কৃষিকাজে ব্যবহৃত হয়। মাছ ধরার চাই, খালুই, জুইতা ইত্যাদি মৎস্যজীবীদের হাতিয়ার। বাঁশের দোচালা, চারচালা ও আটচালা ঘর; বাঁশের বেড়া, ঝাপ, বেলকি।
advertisement
এই সমস্ত হস্তশিল্প পেশা করে দৈনিক ৩০ থেকে ২০০ টাকা মজুরি হয়ে থাকে। এই গ্রামে প্রায় পনেরোটি ঘরের বসবাস। তাঁরা সকলেই এই পেশার সঙ্গে যুক্ত। তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন । ভোট আসে, ভোট যায়, হস্তশিল্পীদের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ঠিক মতো কাজে পান না বলেই আক্ষেপ। তবে গ্রামের মহিলা থেকে পুরুষ সবাই একত্রিত হয়ে দিনরাত পরিশ্রম করে এই হস্তশিল্প কাজ করে চলেছেন।
advertisement
Kaushik Adhikary
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2023 9:57 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রোজগার স্বল্প, তবুও নিজেদের জানা বাঁশ-বেতের কাজে ভর দিয়ে স্বনির্ভর ‘এই’ গ্রাম