Murshidabad News: নেতাজির মূর্তিতে মাল্যদান ঘিরে দুই রাজনৈতিক দলের মারামারি, উত্তপ্ত ইসলামপুর
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদের ইসলামপুরে ফরওয়ার্ড ব্লক নেতাকর্মীদের উপর আক্রমণের অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে।
মুর্শিদাবাদ: সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ধুন্ধুমার মুর্শিদাবাদের ইসলামপুর। নেতাজির মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ইসলামপুরে ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে । ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা যায়, সোমবার অন্যান্য বছরের মতো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয় ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। ফরওয়ার্ড ব্লক জেলা সভাপতি, প্রাক্তন বিধায়ক বিভাস চক্রবর্ত্তীর নেতৃত্বে মিছিল করে যাওয়ার সময় রানিনগর ১ তৃণমূল ব্লক সভাপতি মোস্তফা সরকার ওরফে নেতাজুলের নেতৃত্বে হামলা চালান হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন- ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত
জেলা ফরওয়ার্ড ব্লকের সভাপতি বিভাস চক্রবর্তী জানান, সোমবার প্রশাসনের অনুমতি নিয়ে মিছিল হচ্ছিল । তৃণমূলের নেতাজুল ইসলাম লাঠি নিয়ে হামলা করেন। আমাকে বুকে ঘুষি মারা হয়। আজকে কর্মীদের উপর হামলা হয়। পরিকল্পিতভাবে হামলা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 6:17 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নেতাজির মূর্তিতে মাল্যদান ঘিরে দুই রাজনৈতিক দলের মারামারি, উত্তপ্ত ইসলামপুর
