Murshidabad News: মুর্শিদাবাদে আবারও বিপন্ন শৈশব! বোমা ফেটে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুর! আর কতদিন! আতঙ্ক গ্রামে!

Last Updated:

Murshidabad News: পুকুরে স্নান করতে যাচ্ছিল শিশুটি! হঠাৎ ফেটে উঠল বোমা! আতঙ্কে শিউরে উঠছে মানুষ!

মুর্শিদাবাদ: ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণে আহত এক শিশু। আতঙ্ক ছড়াল গোটা গ্রামজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বর্তমানে এক শিশু আহত হলে তার চিকিৎসা চলছে হাসপাতালে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খেলা করে বাড়ি ফিরে স্নান করতে যাওয়ার সময় পুকুর পাড়ে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। আর সেই বোমা বিস্ফোরণে আহত হয় এক শিশু।
ন’বছরের আহত শিশুটির নাম রাজীব শেখ। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের লস্করপুর গ্রামে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। কিসের উদ্দেশ্যে করা এই বোমা গুলো পুকুর পাড়ে রাখা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন:
পরিবারের সদস্য জাকির সেখ জানিয়েছেন, সন্ধ্যায় খেলা করে এসে পুকুরে স্নান  করতে যাচ্ছিল রাজীব শেখ। তখনই পরিত্যক্ত জায়গায় একটি বোমা পড়েছিল, আর সেই বোমা ফেটে আহত হয় শিশু। তবে কে বা কারা এই এলাকায় বোমা মজুত করে রেখে গিয়েছিল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। আমরা চাই পুলিশ এই ঘটনার জেরে উপযুক্ত তদন্ত করুক।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদে আবারও বিপন্ন শৈশব! বোমা ফেটে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুর! আর কতদিন! আতঙ্ক গ্রামে!
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement