Vastu Tips-Money: কোটিপতি হতে চান? তাহলে বাড়ির উত্তর-দিকে রাখুন এই চার গাছ! চুম্বকের মতো টাকা টানবে!

Last Updated:
Vastu Tips-Money: এই চার গাছেই আছে আসল রহস্য! কোটিপতিদের বাড়িতেও থাকে এই গাছ! জানুন
1/5
বাস্তুশাস্ত্র মতে উত্তর দিক ধনকুবের দিক বলে পরিচিত। এই বিশেষ দিকে কিছু গাছ লাগাতে পারলে বাড়িতে বা সংসারে টাকার অভাব কখনও হবে না! বাড়বে আয় উন্নতি! Photo Source Collected
বাস্তুশাস্ত্র মতে উত্তর দিক ধনকুবের দিক বলে পরিচিত। এই বিশেষ দিকে কিছু গাছ লাগাতে পারলে বাড়িতে বা সংসারে টাকার অভাব কখনও হবে না! বাড়বে আয় উন্নতি! Photo Source Collected
advertisement
2/5
প্রথমেই আসবে মানিপ্ল্যান্টের নাম! এই গাছটিকে স্বচ্ছ কাঁচের পাত্রে জল দিয়ে উত্তর দিকে রাখুন। চুম্বকের মতো টাকা টানবে। সেই সঙ্গে মনে রাখতে যদি গাছের পাতা শুকিয়ে যায়, তবে বদলে ফেলতে হবে গাছ! Photo Source Collected
প্রথমেই আসবে মানিপ্ল্যান্টের নাম! এই গাছটিকে স্বচ্ছ কাঁচের পাত্রে জল দিয়ে উত্তর দিকে রাখুন। চুম্বকের মতো টাকা টানবে। সেই সঙ্গে মনে রাখতে যদি গাছের পাতা শুকিয়ে যায়, তবে বদলে ফেলতে হবে গাছ! Photo Source Collected
advertisement
3/5
বাড়ির উত্তর দিকে রাখুন তুলসি গাছ! নোংরা হাত বা পোশাকে এই গাছ ছোবেন না! তুলসিতলা পরিস্কার রাখতে হবে। মা লক্ষ্মীর দয়ায় টাকার অভাব কোনও দিন হবে না!Photo Source Collected
বাড়ির উত্তর দিকে রাখুন তুলসি গাছ! নোংরা হাত বা পোশাকে এই গাছ ছোবেন না! তুলসিতলা পরিস্কার রাখতে হবে। মা লক্ষ্মীর দয়ায় টাকার অভাব কোনও দিন হবে না!Photo Source Collected
advertisement
4/5
ব্যাম্বু প্ল্যান্টকে রাখুন বাড়ির উত্তর দিকে! এই গাছ বাড়ির রক্ষা কবচ! সব রকম কু-প্রভাব থেকে সংসারকে বাঁচাবে! সুখ শান্তি বজায় থাকবে! Photo Source Collected
ব্যাম্বু প্ল্যান্টকে রাখুন বাড়ির উত্তর দিকে! এই গাছ বাড়ির রক্ষা কবচ! সব রকম কু-প্রভাব থেকে সংসারকে বাঁচাবে! সুখ শান্তি বজায় থাকবে! Photo Source Collected
advertisement
5/5
বাড়িতে কলা গাছ লাগিয়ে সেই গাছের সঠিক পদ্ধতিতে পুজো করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। ফলে বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা যায়। গাছটিকে উত্তর দিকেই রাখতে হবে। প্রতি বৃহস্পতিবার একটি প্রদীপ জ্বালাতে হবে গাছের তলে! Photo Source Collected
বাড়িতে কলা গাছ লাগিয়ে সেই গাছের সঠিক পদ্ধতিতে পুজো করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। ফলে বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা যায়। গাছটিকে উত্তর দিকেই রাখতে হবে। প্রতি বৃহস্পতিবার একটি প্রদীপ জ্বালাতে হবে গাছের তলে! Photo Source Collected
advertisement
advertisement
advertisement