Murshidabad News: আলিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের কলকাতার নিউটাউনে দুর্ঘটনায় মৃত্যু, ছেলের মৃত্যুর ইনসাফ চাই উঠল দাবি

Last Updated:

প্রথম থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র সাকিল। বাবা আবদুর সামাদ চাষবাদ করে অভাবের সংসারে অত্যন্ত কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়েছেন।

+
মৃত

মৃত সাকিলের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন 

#মুর্শিদাবাদ: বছরের প্রথম দিনেই রবিবার কলকাতার নিউটাউনে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় বলি হতে হয় মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ধনাইপুর এলাকার বাসিন্দা সাকিল আহম্মেদকে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিল সাকিল আহম্মেদ।
জানা যায়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেড়ানোর সময়েই গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে সাকিল। রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেণ। দৌলতাবাদের ধনাইপুর বাড়িতে সাকিলের মৃত্যু সংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়ে বাবা মা পরিবার পরিজনেরা। সোমবার সকাল থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ছেলের মৃত্যুর খবর বাড়িতে আসতেই দুর্ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের কে গ্রেফতারের দাবি করেছেন পাশাপাশি ইনসাফ চাই বলে দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
প্রথম থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র সাকিল। বাবা আবদুর সামাদ চাষবাদ করে অভাবের সংসারে অত্যন্ত কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। স্বপ্ন ছিল পড়াশোনা করে ছেলে চাকরি করে সংসারের হাল ধরবে। কিন্তু একটি মাত্র ফোনেই ছেলের মৃত্যু সংবাদ পেতেই সবকিছু উলোটপালট হয়ে যায় সাকিলের পরিবারের। কান্নায় ভেঙে পরেন বাবা মা পরিবারের সকলেই। সাকিলকে শেষবারের মত দেখতে অধীর অপেক্ষায় পরিবার প্রতিবেশীরা। তবে সোমবার সন্ধ্যা থেকেই কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান ছাত্র ও ছাত্রীরা। অন্যদিকে দুর্ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি করেছেন মৃত ছাত্রের পরিবার।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: আলিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের কলকাতার নিউটাউনে দুর্ঘটনায় মৃত্যু, ছেলের মৃত্যুর ইনসাফ চাই উঠল দাবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement