Murshidabad News: গাছ কাটতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা! গাছ চাপা পড়ে মৃত এক, জখম পাঁচ

Last Updated:

Murshidabad News: গাছ কাটতে গিয়ে গাছ পড়ে আশঙ্কাজনক ৫ জন ব্যাক্তি। ঘটনার জেরে মৃত্যু হল একজনের ।পুলিশ জানিয়েছে মৃতের নাম জলিল মন্ডল।

গাছ কাটতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা! গাছ চাপা পড়ে মৃত এক, জখম পাঁচ
গাছ কাটতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা! গাছ চাপা পড়ে মৃত এক, জখম পাঁচ
মুর্শিদাবাদঃ গাছ কাটতে গিয়ে গাছ পড়ে আশঙ্কাজনক ৫ জন ব্যাক্তি। ঘটনার জেরে মৃত্যু হল একজনের ।পুলিশ জানিয়েছে মৃতের নাম জলিল মন্ডল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের শীবনগর এলাকায়। ঐ ঘটনায় পাঁচজনকেই বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা গিয়েছে, ডোমকল থানার অন্তর্গত শীবনগর ঈদগাহ কমিটির কৃষ্ণচূড়া গাছ নিলামের পর শনিবার সকালে গাছ কাটার কাজ শুরু হয়। গাছের একাংশ কাটা হয়। অন্যদিকে অপর পাশের দিক কাটতে গিয়েই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে বিশাল ঐ কৃষ্ণচূড়া গাছ। ঘটনায় গুরুতর আহত হয় ৫ জন। দুর্ঘটনার পর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement
advertisement
সেখান থেকে পাঁচজনকেই স্থানান্তর করা হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে জলিল মন্ডলকে নিয়ে যাওয়়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, গাছ কাটার সময়ে হঠাৎই দেখি হুড়মুড়িয়ে গাছ ভেঙে পড়ে। গুরুতর আহত হন গাছ কাটার সঙ্গে যুক্ত শ্রমিকরা। তড়িঘড়ি করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে গাছ কাটতে গিয়ে এই আকস্মিক ভাবে শ্রমিকের মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার এবং গ্রাম জুড়ে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গাছ কাটতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা! গাছ চাপা পড়ে মৃত এক, জখম পাঁচ
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement