Murshidabad News: ৯৩ বছরের গরিব বৃদ্ধা পান না বার্ধক্য ভাতা! প্রশাসনের দুয়ারে ঘুরে তিনি হতাশ

Last Updated:

৯৩ বছরের এই বৃদ্ধাকে দেখা যায় ঝোলা হাতে ঘন্টার পর ঘন্টা ধরে বড়ঞা ব্লক অফিসে এসে একের পর এক দরজায় ঢুঁ মারতে। 

+
৯৩

৯৩ বছরের গরিব বৃদ্ধা পান না বার্ধক্য ভাতা! প্রশাসনের দুয়ারে ঘুরে তিনি হতাশ৯৩ বছরের গরিব বৃদ্ধা পান না বার্ধক্য ভাতা! প্রশাসনের দুয়ারে ঘুরে তিনি হতাশ

মুর্শিদাবাদঃ ভোট আসে ভোট যায় পরিবর্তন হয় সরকারেরও।তবে আজও বদলায়নি বছর ৯৩ এর বৃদ্ধা সুশীলা বালা মন্ডলের অভাগা কপাল। বর্তমানে নেই হাঁটাচলার ক্ষমতা।চলে গেছে দৃষ্টি শক্তিটুকুও। ছেলের দিনমজুরি করা সংসারে কোনও রকমে করেন দিন গুজরান।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত গ্রাম শালিকার বাসিন্দা সুশীলা বালা মন্ডল। ৯৩ বছরের এই বৃদ্ধাকে দেখা যায় ঝোলা হাতে ঘন্টার পর ঘন্টা ধরে বড়ঞা ব্লক অফিসে এসে একের পর এক দরজায় ঢুঁ মারতে। পরে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, শুধু আজকেই নয়, বহুদিন ধরেই তিনি এভাবে আসেন এই ব্লকে এবং চলেও যান, সামান্য একটু বার্ধক্য ভাতা যদি সরকারের পক্ষ থেকে পাওয়া যায়। তাহলে হয়তো জীবনের শেষ সময়টুকু একটু হলেও স্বচ্ছন্দে কাটত। খাবার থেকে ওষুধ টুকু হয়তো সঠিক সময়ে পাওয়া যাবে। এই আশাতেই তিনি বছরের পর বছর ধরে ঘুরে যাচ্ছেন। এই ব্লকের বিভিন্ন দরজায় ঘুরলেও কিন্তু আজও মেলে না সরকারী কোনও সাহায্য।
advertisement
advertisement
বড়ঞা ব্লকের বড়ঞা দু'নম্বর অঞ্চলের গ্রাম শালিকা গ্রামের বাসিন্দা এই সুশীলাবালা মন্ডল আজও এসেছেন ওই একই আশাতেই ব্লকে। তবে সরকারী দফতরে ঘুরে ঘুরে তার এখন একটাই দাবি, যাতে করে সরকারী নূন্যতম যে পরিষেবা আছে তা যেন দেওয়া হয়। তবে কবে এই পরিষেবা পাবেন বা আদৌ পাবেন কিনা তা জানেন না তিনিও। তবে সমস্যার সমাধান হোক চাইছেন তার ছেলে ও ৯৩ বছরের বৃদ্ধা সুশিলাবালা দেবীও।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ৯৩ বছরের গরিব বৃদ্ধা পান না বার্ধক্য ভাতা! প্রশাসনের দুয়ারে ঘুরে তিনি হতাশ
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement