Murshidabad Accident: স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদে! বাড়ি ফিরল স্কুল ক্লার্কের নিথর দেহ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
মুর্শিদাবাদের ভরতপুরে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুলের করনিকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলছড়ি খাতুন (২৭)। বাড়ি বড়ঞা থানার কুমরাই গ্রামে।
মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ভরতপুরে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুলের করণীকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলছড়ি খাতুন (২৭)। বাড়ি বড়ঞা থানার কুমরাই গ্রামে।মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত সালারের মল্লিকপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের করণীকের কর্মরত ছিলেন।
সোমবার বিকালে স্কুল শেষ করে বাড়ি ফিরছিলেন তার সহকর্মীর সঙ্গে। বাড়ি ফেরার সময়ে ভরতপুর থানার অন্তর্গত চোঁয়াপুর এলাকায় একটি ডাম্পারে ধাক্কা মারলে গুরুতর আহত অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
চিকিৎসকেরা তার অবস্থার অবনতি দেখলে তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্ধমান যাওয়ার পথে মঙ্গল কোর্টের কাছেই তার মৃত্যু হয়। সোমবার রাতেই কান্দি মহকুমা হাসপাতালে দেহ ফিরিয়ে নিয়ে আসে পরিবার। মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে দেহ ময়না তদন্ত করার পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে ।ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।
advertisement
কয়েক বছর আগেই স্কুল শিক্ষা দফতরে গ্রুপ সি পদে চাকরি পান। পরিবারের স্বচ্ছতা আনতেই তিনি কর্মরত ছিলেন। আর স্কুল করে তার বাড়ি ফেরা হল না।বাড়ি ফিরছে মঙ্গলবার তার নিথর দেহ। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।যদিও ঘাতক ডাম্পার ও চালক পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 2:20 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Accident: স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদে! বাড়ি ফিরল স্কুল ক্লার্কের নিথর দেহ