Murshidabad News:পাচারের আগেই উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল নোট! পুলিশের জালে চার

Last Updated:

ধৃতদের কাছ থেকে ১০০ টি ৫০০টাকা ও ২০০০ টাকার ১৫টি নোট মোট ৮০হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। 

+
পাচারের

পাচারের আগেই উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল নোট! পুলিশের জালে চার

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বাসট্যান্ড এলাকা থেকে সোমবার সন্ধ্যায় জাল নোট পাচারের আগেই বড় ধরনের সাফল্য পেল খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইমাজুদ্দিন শেখ ওরফে নাড়ু, স্বরুপ শেখ, গৌরউদ্দিন শেখ, নুর সেলিম শেখ। ধৃত সকলের বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর গ্রামে।
ধৃতদের বিরুদ্ধে ৪৮৯ বি, ৪৮৯ সি ও ১২০বি আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে । সোমবার সন্ধ্যায় খড়গ্রাম বাসট্যান্ডে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চারজনকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ১০০ টি ৫০০টাকা ও ২০০০ টাকার ১৫টি নোট মোট ৮০হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
মঙ্গলবার ধৃত চারজনকে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা আদালতে পাঠায় খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে ।
advertisement
কান্দি মহকুমা আদালতের সরকারী আইনজীবী শুভ্র কুমার মিশ্র জানান, খড়গ্রাম বাসট্যান্ড এলাকা থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাল নোট সহ চারজনকে একসঙ্গে গ্রেফতার করে। তারা জাল নোট এলাকায় বাজারে ছড়িয়ে দিতে চেয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়েই চারজনকে গ্রেফতার করে। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা আদালতের তোলা হলে বিচারক সৈকত সরকার চারদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।তবে কি কারণে এই জাল নোট নিয়ে আসা হয়েছিল, আগামী দিনে চারজনকে পুলিশ হেফাজতে নিয়ে তার তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News:পাচারের আগেই উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল নোট! পুলিশের জালে চার
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement