Adenoviruses: অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্কিত নয়, কীভাবে সুস্থ থাকবেন শুনুন চিকিৎসকের পরামর্শ 

Last Updated:

ভাইরাস মোকাবিলায় বারেবারে সাবান দিয়ে হাত ধুতে হবে। বড়দের পাশাপাশি ছোটদেরও একই অভ্যাস করাতে হবে।

+
title=

মুর্শিদাবাদ: কোভিড মহামারি পরিস্থিতি স্মৃতি এখনও তাজা। এরই মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। মূলত, নতুন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে বড়দের মধ্যেও অল্প-বিস্তর ছড়িয়েছে সংক্রমণ। ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন জেলা থেকে শিশুমৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এ হেন পরিস্থিতি থেকে শিশুকে সুরক্ষিত রাখার নয়া ও একাধিক নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন।
তবে মুর্শিদাবাদ জেলার শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সৌমিক দাস জানালেন কিভাবে সুস্থ রাখা যাবে শিশুদের এই মুহূর্তে।ভাইরাস মোকাবিলায় বারেবারে সাবান দিয়ে হাত ধুতে হবে। বড়দের পাশাপাশি ছোটদেরও একই অভ্যাস করাতে হবে। বাইরে থেকে এসে জামাকাপড় বদল করে সঙ্গে-সঙ্গে হাত ধুয়ে তবেই শিশুদের সংস্পর্শে আসতে হবে।
advertisement
advertisement
ভিড় এড়িয়ে চলা ভাল। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। কাশি-হাঁচির সময়ে রুমাল বা কনুই দিয়ে মুখ ঢাকুন। কফ বা থুতু যেখানে সেখানে না ফেলাই ভাল।যেসব শিশুদের কোনও গুরুতর জন্মগত অসুখ বা অপুষ্টির সমস্যা আছে, তাদের বিশেষ করে সাবধানে রাখুন। শুধু সতর্কতাই নয়, পাশাপাশি অসুখ হলে কী কী পদক্ষেপ করা উচিত তাও জারি করা হয়েছে এই নির্দেশিকায়।
advertisement
শিশু অসুস্থ হলে তাকে স্কুলে পাঠাতে নিষেধ করা হয়েছে। শিশু, গর্ভবতী মহিলা বা বৃদ্ধদের থেকে সংক্রমিত ব্যক্তিদের দূরে থাকা উচিত। সর্দি-কাশি হলে হালকা গরম জলে নুন দিয়ে গার্গেল করতে হবে। ছোট শিশুদের ক্ষেত্রে গরম পানীয় বারেবারে দেওয়া উচিত। বাসক পাতা, মধু, আদা, তুলসী, লবঙ্গ কাশি কমাতে সাহায্য করে। বুকে যদি কফ থাকলে অ্যান্টিহিস্টামিন আছে এমন কাফ সিরাপ খাওয়া উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নিন।এদিকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হাসপাতালে ১০০ ওপর শিশু ভর্তি আছেন বিভিন্ন উপসর্গ নিয়ে। তাদের কেও সুরক্ষিত রাখার কাজ করা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে বলে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Adenoviruses: অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্কিত নয়, কীভাবে সুস্থ থাকবেন শুনুন চিকিৎসকের পরামর্শ 
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement