Murshidabad News: এত ছোট ছবি! পেন্সিল ছাড়াই সব চেয়ে ছোট অঙ্কন করে সোনার মেডেল যুবকের

Last Updated:

পেন্সিল ছাড়াই রং ব্যবহার করে সব থেকে ছোট অঙ্কন করে জাতীয় স্তরের পুরস্কার এল এবার চিত্র শিল্পীর ঝুলিতে।

+
এত

এত ছোট ছবি! পেন্সিল ছাড়াই সব চেয়ে ছোট অঙ্কন করে সোনার মেডেল যুবকের

মুর্শিদাবাদঃ পেন্সিল ছাড়াই রং ব্যবহার করে সব থেকে ছোট অঙ্কন করে জাতীয় স্তরের পুরস্কার এল চিত্র শিল্পীর ঝুলিতে। এবার “ন্যাশনাল ইউথ আইকন অ্যাওয়ার্ড “(2023) পুরস্কৃত করল ম্যাজিক বুক অফ ওয়াল্ড রেকর্ড। শুধু রং তুলিতেই ফুটে উঠেছে অপূর্ব ছবি। আকারে কোনওটি এক সেন্টিমিটার বা কোনওটা দেড় সেন্টিমিটার।
তুলি দিয়েই রবীন্দ্রনাথ ও গনেশ চিত্র অঙ্কন করেছেন, কোনও পেন্সিল ছাড়াই। আর তাতেই তাক লাগিয়ে দিয়ে ক্ষুদ্র ছবি অঙ্কন করে মিলল পুরস্কার কান্দির অর্পন প্রামাণিকের ঝুলিতে।জানা যায়, ২০০৭ -২০০৮-এ দুবছর ‘স্টেট চ্যাম্পিয়ন’ ছিলেন তিনি। এ ছাড়া কিছু সামাজিক কাজ, বিনা পারিশ্রমিকে ১০০টির বেশি আনকন্ডিশনাল টিচিং এই সমস্ত বিষয়ের ভিত্তিতেও পুরস্কৃত হয়েছেন কান্দির অর্পন প্রামাণিক। পুরস্কার হিসেবে সোনার অশোক স্তম্ভ খচিত ট্রফি , সোনার মেডেল, ল্যামিনেটেড সার্টিফিকেট পেয়েছেন অর্পন ।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার কান্দির তারামাতলা এলাকার নিবাসী অর্পন প্রামাণিক। তার নেশা অঙ্কন, সেই কারণেই চিত্র শিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই অঙ্কন শিখেছেন তিনি। বর্তমানে যদিও ক্ষুদ্র ব্যবসায়ী। আর সেখান থেকেই তাদের চলে সংসার। স্বভাবতই এই পুরস্কারে খুশি অর্পনের পুরো পরিবার । বর্তমানে ছাত্র ছাত্রীদের কে আঁকা শিখিয়েও থাকেন অর্পন।
advertisement
তাঁর কথায়, স্কুলে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হোক অঙ্কন শিক্ষা। মনের ক্যানভাস থেকে ফুটে উঠুক নিজস্ব ভাব চিন্তাধারা। জানা গিয়েছে, ম্যাজিক বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার পক্ষ থেকে ঘোষনা আগেই করা হয়েছিল । সেই মতোই মিলেছে পুরস্কার। এত বড় সম্মান পেয়ে আবেগে আপ্লুত অর্পন। ‘‘যখন সংস্থার পক্ষ থেকে মেল পেলাম চোখে জল চলে এসেছিল। আমি যে নির্বাচিত হব স্বপ্নেও ভাবিনি । আজ আমি পুরস্কারটা হাতে পেলাম। এই পুরস্কার আমার আরও অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দিল । এই পুরস্কার শুধু একা আমার নয়, আমার ছাত্র ও ছাত্রী-সহ সকলের।’’
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: এত ছোট ছবি! পেন্সিল ছাড়াই সব চেয়ে ছোট অঙ্কন করে সোনার মেডেল যুবকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement