Murshidabad: সালারে গ্রামীণ হাসপাতালের উন্নয়নে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পরিদর্শন

Last Updated:

মুর্শিদাবাদ জেলার অন্যতম এলাকা সালার ব্লক। এই ব্লকের অধীনে থাকা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন বহু রোগী।

+
title=

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার অন্যতম এলাকা সালার ব্লক। এই ব্লকের অধীনে থাকা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন বহু রোগী। রোগী পরিষেবার কথা মাথায় রেখে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে উন্নততর চিকিৎসা প্রদানের লক্ষ্য নেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। আর তাতেই ভরতপুর বিধানসভার অন্তর্গত, এই ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ স্যান্যাল। স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন তৈরি করে শয্যা সংখ্যা বাড়ানোর জন্য এদিন জমি পরিদর্শন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক। কান্দি মহকুমা ACMOH ডাঃ প্রণব কুমার মজুমদার ও ব্লক স্বাস্থ্য আধিকারিক শিশির কুমার সর্দারের স্বাস্থ্য কেন্দ্রের একাধিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি সমস্যার সমাধান নিয়েও আলোচনা করা হয়। এদিন এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঝটিকা সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ স্যান্যাল জানান, মুর্শিদাবাদ জেলার অন্যতম এই ব্লক গ্রামীণ হাসপাতালকে ঢেলে সাজানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের প্রথম দশে মুর্শিদাবাদের চার কৃতী
নতুন ভবন তৈরীর পরিকল্পনা করা হয়েছে। খুব তাড়াতাড়ি নতুন ভবনের কাজ শুরু করা হবে। পাশাপাশি হাসপাতালের বেড ও পরিধি যাতে বৃদ্ধি পায় তার জন্যও পরিদর্শন করা হল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাঙন জ্বলন্ত সমস্যা সামশেরগঞ্জ ব্লকের বাসিন্দাদের 
আগামী দিনে জেলার এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শয্যা সংখ্যা আরও বৃদ্ধি পেলে উপকৃত হবেন চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। ফলে এদিন এই সালার গ্রামীণ হাসপাতালের উন্নয়নের জন্য পরিদর্শন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: সালারে গ্রামীণ হাসপাতালের উন্নয়নে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পরিদর্শন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement