Murshidabad News: কলেজ পড়ুয়ার চমক! নিজের হাতেই বানালেন ব্যাটারিচালিত সাইকেল

Last Updated:

Murshidabad News: একবার চার্জ দিলেই ৮০কিলো মিটার যাওয়া যাবে। আইটিআই কলেজ পড়ুয়া হাসান সেখ নিজে উদ্যোগে এই সাইকেল তৈরী করেছেন। 

+
সাগরদিঘীর

সাগরদিঘীর যুবক তৈরি করেছেন ব্যাটারি চালিত সাইকেল 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : মাত্র ১৮হাজার টাকা ব্যয়ে নিজের ইচ্ছায় বানিয়ে ফেললেন ইলেকট্রিক সাইকেল। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী গোপালপুরের বাসিন্দা আইটিআই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া নিজের উদ্যোগে বানিয়ে ফেলেছেন বৈদ্যুতিন সাইকেল। একবার চার্জ দিলেই ৮০কিলো মিটার যাওয়া যাবে। আইটিআই কলেজ পড়ুয়া হাসান সেখ নিজে উদ্যোগে এই সাইকেল তৈরি করেছেন। যাতে খুশি সাগরদিঘী নিবাসী।
পেট্রলের ডিজেল থেকে রান্নার গ্যাস। ক্রমশ চড়তে থাকা দামে নাভিশ্বাস উঠেছে আমজনতার। পরিবেশের কথা মাথায় রেখে ব্যাটারিচালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর যুবক হাসান। পেট্রোল-ডিজেলের জ্বালানি থেকে মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে পরিবেশের। যে কারণে সরকার থেকেও পেট্রোল-ডিজেলের পরিবর্তে ইলেকট্রিক বাইক অথবা সাইকেলের ব্যবহারের প্রচার চালানো হচ্ছে। সেই কথা মাথায় রেখেই সম্পূর্ণ ব্যাটারি চালিত সাইকেল নিয়ে নামী দামি কোম্পানিকে হার মানিয়ে দিলেন সাগরদিঘীর যুবক।
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই নববর্ষ! নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে
তবে যুবক হাসান সেখের কথায়, মাত্র ১২টাকা খরচ পড়বে এই সাইকেলের। এক বার চার্জ দেওয়া যাবে, যার বিদ্যুৎ বিল খরচ হবে ১২টাকা, প্রায় ৮০কিমি যাওয়া যাবে সাইকেলে বলে জানা যায়। আর ব্যাটারি শেষ হলেই প্যাডেল করে গন্তব্যস্থলে দিকে রওনা দেওয়া যাবে বলে জানা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন :  কুল এবং কামরাঙা মাখায় রয়েছে প্রচুর উপকারিতা! জানলে আপনিও অবাক হবেন
মানুষের দৈনন্দিন যাতায়াতের পরিবেশকে দূষণমুক্ত করতেই তার এই অভিনব চিন্তা ধারা। পেট্রল-ডিজেল চালিত ছেড়ে গাড়ি হচ্ছে বৈদ্যুতিন। আবার মহামারির যুগে গণপরিবহণ ছেড়ে বাইক-সাইকেলের দিকে ঝুঁকছে জনতা। আর তাই বাজারে আসছে নিত্যনতুন ধরনের সাইকেল-বাইক। আর তাই ব্যাটারি চালিত সাইকেল তৈরি করলেন যুবক।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কলেজ পড়ুয়ার চমক! নিজের হাতেই বানালেন ব্যাটারিচালিত সাইকেল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement