Murshidabad News: স্মার্ট ফোনের যুগে হারাতে বসেছে ম্যাজিক শো! এবার শিশুদের বিনামূল্যে দেখানো হচ্ছে জাদু

Last Updated:

Magic Show at Free of Cost: বর্তমান সময়ের বাচ্চারা মোবাইল মুখী হয়ে যাচ্ছে, আর বাচ্চাদের বাস্তব জগতে ফিরিয়ে আনতে জাদু দেখানো হল বিনামূল্যে। বিনামূল্যে জাদু দেখতে পেয়ে খুশি বাচ্চারা

+
জাদু

জাদু দেখানো হচ্ছে শিশুদেরকে

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : বাচ্চাদের মনোরঞ্জন করবার উদ্দেশে ১০০ জন শিশুকে বিনামূল্যে জাদু দেখানো হল অগ্রভূমি ক্লাবের পক্ষ থেকে। বর্তমান সময়ের বাচ্চারা মোবাইল মুখি হয়ে যাচ্ছে, আর বাচ্চাদের বাস্তব জগতে ফিরিয়ে আনতে জাদু দেখানো হলো বিনামূল্যে। বিনামূল্যে জাদু দেখতে পেয়ে খুশি বাচ্চারা।
বর্তমানে ভুলতে বসেছে শৈশব, মোবাইল স্মার্ট ফোনের যুগে হারিয়ে যাচ্ছে নানা সংস্কৃতি। তাই এ বার অভিনব উদ্যোগ গ্রহণ করা হল মুর্শিদাবাদ জেলাতে।মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে চলছে গত এক সপ্তাহ ধরে জাদু। বর্তমানে ছাত্র সমাজ ও শিশুদের মনোরঞ্জন দেওয়ার উদ্দেশ্যে এই জাদু দেখানোর কর্মসূচি গ্রহণ করা হয়।মানিক রায় নামে এক খুদের ছাত্র বলেন, অন্যান্য ম্যাজিকের থেকে এই ম্যাজিকটা আরো সুন্দর লেগেছে অগ্রভূমি ক্লাবকে আমি ধন্যবাদ জানাতে চাই সত্যিই খুব আনন্দ পেয়েছি।
advertisement
আরও পড়ুন : ১ বস্তা আটা ৩০০০ পাক রুপি! খাদ্যসঙ্কটে বিপর্যস্ত পাকিস্তানে গমের বস্তা ভর্তি ট্রাকের পিছনে বাইকবাহিনীর দৌড়
তবে পুষ্পিতা দত্ত এক ছাত্রী বলেন, খুব ভালো উদ্যোগ অগ্রভূমি ক্লাবের। এই উদ্যোগে আমরা ভীষণ খুশি। সত্যি কথা বলতে স্বচক্ষে এরকম লাইভ ম্যাজিক এই প্রথম দেখছি এবং খুব ভাল লাগলো। এত সুন্দর ম্যাজিক কখনওই দেখিনি।
advertisement
advertisement
আরও পড়ুন : সাতসকালে আবাসনের পাঁচতলার কার্নিশে বেকায়দায় মিনি! কী করে রক্ষা পেল পোষা বিড়াল? সে এক কাণ্ড!
অগ্রভূমি ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, আমাদের এলাকার যত পরিচিত বাচ্চা ছিল সেই রকম ১০০ জন শিশুকে নিয়ে আজ আমরা ম্যাজিক দেখলাম। এবং আমার জ্ঞানত এই রকম ম্যাজিক আমি এই প্রথম দেখলাম আর এটা আগেই ভেবেছিলাম যে কারণেই সমস্ত বাচ্চাদের নিয়ে আজকের এই উদ্যোগ। যদিও অগ্রভূমি ক্লাবের এই উদ্যোগে প্রথম নয়, বরাবরই আমরা নতুন কিছু করার ভাবনা রাখি। কোভিড মহামারি পরিস্থিতির সময় অনেক দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। ঠিক তেমনই, আগের বছর শিশু দিবসে বাচ্চাদের উপহার দেওয়া হয়েছে এবং এর আগেও একবার হয়েছিল তখন পিকনিক করা হয়েছিল সমস্ত বাচ্চাদের নিয়ে। আনন্দ উপহার দেওয়ার ঘটনা এই প্রথম নয়। তবে ম্যাজিক এই প্রথম আজ ১০০ জনকে নিয়ে খুব সুন্দর করে আমরা উপভোগ করলাম।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: স্মার্ট ফোনের যুগে হারাতে বসেছে ম্যাজিক শো! এবার শিশুদের বিনামূল্যে দেখানো হচ্ছে জাদু
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement