Cat Rescued: সাতসকালে আবাসনের পাঁচতলার কার্নিশে বেকায়দায় মিনি! কী করে রক্ষা পেল পোষা বিড়াল? সে এক কাণ্ড!

Last Updated:

Cat Rescued: খেলা করতে করতে কোনওভাবে পাঁচতলার বাথরুমের কার্নিশের উপর উঠে পড়ে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সৈকত বিশ্বাস, চন্দননগর : সাতসকালে হুলস্থূল কাণ্ড চন্দননগরের অভিজাত এলাকা বড়বাজারে। দৌড়ে আসে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। কী কাণ্ড? না, এক আবাসনের পাঁচতলার কার্নিশে বসে আছে মিনি। কার্নিশে বসে ঠান্ডায় কাঁপছে, ভয়ে আর্ত চি‍ৎকার করছে। মিনি একটা ছোট্ট বিড়াল। খেলা করতে করতে কোনওভাবে পাঁচতলার বাথরুমের কার্নিশের উপর উঠে পড়ে।
তার পরই বিপত্তি! বেকায়দায় পড়ে নামতেও পারছে না সেখান থেকে। মার্জার উদ্ধারে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলকর্মীরা দৌড়ে আসেন। মই লাগিয়ে মিনির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেন। আবাসনের উপরের ফ্লোর থেকে বাঁশ দিয়ে ভয় দেখিয়েও মিনিকে সেখান থেকে নামানো যাচ্ছিল না। এদিকে নীচে দমকলকর্মীরা চাদর নিয়ে রেডি।
advertisement
advertisement
ঘণ্টাখানেকের বেশি সময় ধরে এই চাপানউতোর চলে। সবাই তখন টেনশনে, কী হবে মিনির? দমকলকর্মীরা কি সফল হবেন মিনিকে উদ্ধার করতে? অবশেষে সবাইকে স্বস্তি দিয়ে মিনি নিজেই কার্নিশ থেকে কোনও ভাবে পাশের বাথরুমের জানালা গলে ভেতরে ঢুকে যায়। স্বস্তি পান দমকলকর্মীরা এবং এলাকাবাসী। ছোট্ট মিনি বুঝিয়ে দিল, তুমি যত বিপদে পড়ো, মাথা ঠান্ডা রাখলে নিজেই সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে।
advertisement
স্থানীয় বাসিন্দা অনন্যা সেনগুপ্ত জানান, মিনি মাঝে মাঝেই এই ধরনের কীর্তি করে৷ এর আগে একদিন ঢুকে পড়েছিল পড়শির শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের খোপে৷ তার পর নিজেই বেরিয়ে আসে৷ সোমবারও তার অন্যথা হল না৷ কার্নিশ থেকে নিজেই নেমে এল সে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cat Rescued: সাতসকালে আবাসনের পাঁচতলার কার্নিশে বেকায়দায় মিনি! কী করে রক্ষা পেল পোষা বিড়াল? সে এক কাণ্ড!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement