Murshidabad Crime : জমি সংক্রান্ত বিবাদের জের! মহিলার কান কামড়ে ছিঁড়ে নিল আত্মীয়

Last Updated:

Murshidabad Crime : মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত ভগবানপুরে গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে পারিবারিক বিবাদের কারণে আহত একই পরিবারের দুইজন

আহত অবস্থায় মহিলা সহ একজন ভর্তি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে 
আহত অবস্থায় মহিলা সহ একজন ভর্তি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে 
কৌশিক অধিকারী, বহরমপুর : শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত ভগবানপুরে গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে পারিবারিক বিবাদের কারণে আহত  একই পরিবারের দুইজন । আহত অবস্থায় দুইজনে চিকিৎসাধীন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । আহত অবস্থায় হিরু সেখ ও সায়রা বিবিকে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
জানা গিয়েছে হিরু সেখের পরিবারে আট ভাই ও তিন বোন। অভিযোগ, সম্প্রতি চার ভাই ও দুই বোন ও তাঁদের মাকে দিয়ে জোর করে জমি লিখানো হয়েছে জোর করে। স্বামী-সহ একজনকে মারধর করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। ঘটনার জেরে আহত হয়েছেন একজন। কান কেটে ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আহত হয়েছেন হিরু সেখ ও সায়রা বিবি । হিরু সেখ ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ও সায়রা বিবির কান কেটে যায় ।
advertisement
আরও পড়ুন : আবারও ডেঙ্গির ছোবলে মৃত্যু উত্তরপাড়ার এক যুবক
আহত সায়রা বিবি জানান, " আমাদের জমি নিয়ে বিবাদ চলছে বেশ কিছু দিন ধরেই। আট ভাই ও তিন বোনের মধ্যে চার ভাই ও দুই বোনকে জমি লিখিয়ে দিয়েছেন। আর তার জেরেই বেশ কিছু দিন ধরেই বিবাদ চলছে। বিবাদের কারণেই আমাদের দেওর ও অন্যান্যরা মিলে বাড়ির কাছেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত হন আমার স্বামী।"
advertisement
advertisement
আরও পড়ুন :  ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা, গুরুতর আক্রান্ত বাবা মা ও সন্তান
এই অভিযোগ ঘিরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার জেরে দোষীদের শাস্তির দাবি করেছেন আহতের পরিবার-সহ এলাকার বাসিন্দারা। অন্যদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Crime : জমি সংক্রান্ত বিবাদের জের! মহিলার কান কামড়ে ছিঁড়ে নিল আত্মীয়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement