Kanchenjunga Express accident: প্রধানের তৎপরতায় রেল দুর্ঘটনাতে আহত অজিত মন্ডলের সঙ্গে দেখা করতে গেল পরিবার

Last Updated:

অজিত মন্ডলের পরিবারের আর্থিক অবস্থা সংকটে থাকায় তার পরিবারের সদস্যরা দুর্ঘটনার পরে তাকে দেখতে যেতে পারছিলেন না বলে অভিযোগ ছিল।

ফরাক্কাতে উৎকন্ঠায় পরিবার 
ফরাক্কাতে উৎকন্ঠায় পরিবার 
মুর্শিদাবাদ: কাঞ্চনজঙ্খা রেল দুর্ঘটনায় আহত হন মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা অজিত মন্ডল। গ্রামের এক বাসিন্দাকে জলপাইগুড়িতে আশ্রমে নিয়ে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য তারপরে বাড়ি ফিরছিলেন অজিত মন্ডল। কাঞ্চনজঙ্খা ট্রেনের জেনারেল বগিতে ছিলেন অজিত মন্ডল। আর তখনই তিনি দুর্ঘটনায় আহত হন। তারপরে তাঁর পরিবারের সদস্যরা জানতে পারে। অজিত মন্ডলের পরিবারের আর্থিক অবস্থা সংকটে থাকায় তাঁর পরিবারের সদস্যরা দুর্ঘটনার পরে তাঁকে দেখতে যেতে পারছিলেন না বলে অভিযোগ ছিল।
আরও পড়ুনঃ পড়ে রইল কেক, খিচুড়ি-মাছ ভাজা! মেয়ের জন্মদিনেই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় চিরঘুমে বাবা
ঘটনার কথা প্রকাশ্যে আসে সংবাদ মাধ্যমে। নিউজ ১৮ লোকালে খবর সম্প্রচার হওয়ার পরেই তার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক‍‍্যাল কলেজে। বিনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ জাকির হোসেন তিনি পরিবারকে আর্থিক সাহায্য করেন। এবং তারপরেই পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন শিলিগুড়ির উদ্দেশ্যে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমান অজিত মণ্ডল শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
আহত অজিত মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল জানিয়েছেন, তোমাদের পরিবারে আর্থিক সংকট রয়েছে। আমি বিড়ি বেঁধেই সংসার চালায়। স্বামী সব্জি বিক্রেতা। গ্রামের এক বাসিন্দাকে নিয়ে সম্প্রতি জলপাইগুড়িতে একটি আশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। সেই চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই এই ট্রেন দুর্ঘটনায় আহত হয়। আমরা ফোনের মাধ্যমে জানতে পারি। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না।
advertisement
advertisement
বর্তমানে বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ জাকির হোসেন তিনি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রধানের কথায়, আমাদের গ্রামের যুবক ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন। বিষয়টি জানতে পারি। আমরা আগামী দিনে সাহায্য করব। এখন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক অজিত মন্ডল এটাই আমরা চাইছি।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Kanchenjunga Express accident: প্রধানের তৎপরতায় রেল দুর্ঘটনাতে আহত অজিত মন্ডলের সঙ্গে দেখা করতে গেল পরিবার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement