Murshidabad Kali Puja 2022: বহরমপুর শহরের একাধিক কালীপুজো থিমের চমক এবছর 

Last Updated:

শুধু দুর্গাপুজো নয়, কালীপুজো থিমের চমক মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে। একে ওপর কে টেক্কা দিতে তৈরি বিভিন্ন পুজো মন্ডপ ।

+
বহরমপুর

বহরমপুর শহরে থিমের চমকে ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ সজ্জা

#মুর্শিদাবাদ: শুধু দুর্গাপুজো নয়, কালীপুজো থিমের চমক মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে। একে ওপর কে টেক্কা দিতে তৈরি বিভিন্ন পুজো মন্ডপ । নিউজ 18 লোকালের পর্দায় তুলে ধরব বহরমপুর শহরের বিভিন্ন কালী পুজো মন্ডপ ।
স্বাধীনতার ৭৫বছর কে সামনে রেখে লাল কেল্লা থিম করা হয়েছে কালীপুজোতে। বহরমপুর সি ওয়াই এম এ ক্যান্টনমেন্ট ইয়স মেনস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই কালীপুজো চলছে। বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের পাশেই লালকেল্লা ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ সজ্জার মধ্যে দিয়ে।
আরও পড়ুনঃ কান্দি পৌরসভার কর ফাঁকি! সিল করা হল দোকান
বহরমপুর গোরাবাজারের স্যান্টা ফোকিয়া ক্লাব। মুলত কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর ক্লাব হিসেবে পরিচিত। এবছর হায়দরাবাদের ফলকনামা আদলে এই পুজোর মন্ডপ সজ্জা থিম তৈরি করা হয়েছে। ৪৬তম বর্ষ পদার্পন করেছে এই কালীপুজো। কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর কালীপুজো মেতে উঠেছেন ক্লাবের সদস্যরা।
advertisement
advertisement
এছাড়াও আছে বহরমপুরের শাস্ত্রী সংঘ। চালতিয়া অবস্থিত এই ক্লাব এবছর ৫২তম বর্ষে পদার্পণ করেছে। গেট ওয়ে অফ ইন্ডিয়া আদলে মন্ডপ সজ্জা তৈরি করা হয়েছে স্বাধীনতার ৭৫তম বর্ষ কে সামনে রেখে। কালীপুজোর মন্ডপ সজ্জা দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ঘাটের কালী পুজো। ১৯৪৯ সাল থেকে এই পূজো শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার
বর্তমানে এই পুজো দিতে গোটা মুর্শিদাবাদ জেলা থেকে ভক্তরা আসে পুজো দিতে। মনস্কামনা পুর্ন্য হয় বলে কথিত আছে। কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর কালীপুজো মেতে উঠেছেন বহরমপুরবাসী।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Kali Puja 2022: বহরমপুর শহরের একাধিক কালীপুজো থিমের চমক এবছর 
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement