Murshidabad: পায়ে হেঁটে ভারত ভ্রমণ জোজোর! পৌঁছলেন মুর্শিদাবাদে
Last Updated:
নবাবের দেশ মুর্শিদাবাদ। আর সেই মুর্শিদাবাদ জেলাতে ভারত ভ্রমণ করতে বেরিয়ে পায়ে হেঁটে পৌঁছালেন কেরলের জোজো জর্জ।
বহরমপুরঃ নবাবের দেশ মুর্শিদাবাদ। আর সেই মুর্শিদাবাদ জেলাতে ভারত ভ্রমণ করতে বেরিয়ে পায়ে হেঁটে পৌঁছালেন কেরলের জোজো জর্জ। মানুষ এই সৃষ্টি জগতের সৌন্দর্য অবগাহন করার জন্য নানাভাবে পৃথিবীর বুকে বিচরণ করে চলেছে। কেউ ভালোবাসে হিমালয়কে , কেউ বা সাত সমুদ্র দিতে , তেমনি একজন কেরলের ৩১ বছর বয়সী যোজো জর্জ পায়ে হেঁটে ভারত ভ্রমণ করবেন বলে সংকল্প করেছিলেন আজ থেকে চার বছর আগে। অবশেষে ১লা নভেম্বর ২০২১ কেরালার জেলা থেকে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছেন। অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা পার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পশ্চিমবঙ্গের মেদিনীপুর , হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া পার হয়ে ঐতিহাসিক মুর্শিদাবাদের প্রবেশ করে বহরমপুরে পৌঁছান।
দীর্ঘপথ পাড়ি দেবার সময় রাত্রি বাস করেছেন কখনও রেলওয়ে স্টেশনে কখনো পেট্রল পাম্পে, কখনও বা হাসপাতাল কখনও বা ফুটপাত কখনো বা আবাসিক হোটেলে। অনেক জায়গায় সংবর্ধনা পেয়ে সে খুবই আপ্লুত এবং গর্ববোধ করে। সে বলে এ দীর্ঘ পথে অনেকেই আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং উৎসাহিত করেছে , সে আরও তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করার সময় বলেন।
advertisement
আরও পড়ুনঃ প্রযুক্তির কাছে হার মেনেছে মাটির কলসি
advertisement
তার সঙ্গে একটা কম্বল ছিল রাস্তায় একজনকে অসহায় কে দান করে দেয় তার সঙ্গে একটি ছাতা ছিল সেই ছাতা বৃষ্টির মধ্যে এক পথশিশুকে দিয়ে দেয়। তারপরেও সে নিজে হাঁটা শুরু করে এমন অনেক অভিজ্ঞতার কথা জানাই।
advertisement
আরও পড়ুনঃ বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের
জোজো জর্জ এর বাবা , মা ,ভাই বোন এবং তার স্ত্রী ও এক মেয়ে আছে বলে সে জানায়। তিনি বলেন আমার এই যাত্রা পথে আমি বলতে চাই যে এই ভারতবর্ষে আমরা সবাই এক , আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয়।
advertisement
KOUSHIK ADHIKARY
Location :
First Published :
May 24, 2022 10:38 AM IST