Murshidabad News: ভৈরব সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ! কতদিন বিকল্প পথে যেতে হবে জেনে নিন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
ভেঙে যাওয়া ভৈরব সেতু সংস্কারের জন্য যান চলাচল বন্ধ করে দিল প্রশাস।ন আপাতত ভারী গাড়ি এই সেতুতে উঠতে পারবে না
মুর্শিদাবাদ: জেলার গুরুত্বপূর্ণ সেতু ইসলামপুরের ভৈরব সেতু। ইসলামপুরের ভৈরব নদীর উপর ব্রিজ মেরামতির কাজ চলায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। যার কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। কিছুদিন আগে এই ব্রিজের কিছুটা অংশ বসে যায়। সেটা ঠিক করতেই ভৈরব সেতু মেরামতের কাজ শুরু হয়েছে।
সংস্কারের জন্য আগামী তিনদিনের জন্য মুর্শিদাবাদের এই গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকবে। সেইসঙ্গে আগামী ১৪ দিনের জন্য একটি লেন সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই সেতুর উপর দিয়ে বাস ও লরি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এ দিনই শুরু হয়েছে সেতু সংস্কারের কাজ।
advertisement
advertisement
৯ ফুটের উপর কোনও ভারী যান চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। বহরমপুর থেকে ডোমকল-জলঙ্গি রাস্তার উপর দিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ এই ভৈরব সেতু। কিন্তু রক্ষনাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল ছিল সেতুটি।
স্থানীয় গাড়ির চালকেরা জানান, এই সেতুটি দীর্ঘদিন আগেই সংস্কার করা দরকার ছিল। তবে অবশেষে কাজ শুরু হওয়ায় তাঁরা খুশি। পূর্ত দফতরের আধিকারিক সুজয় দাস জানান, উন্নত মানের কংক্রিট দিয়ে এই সেতুর কাজ শুরু করা হয়েছে। তাঁর আশা দ্রুত কাজ শেষ হয়ে যাবে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 8:22 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভৈরব সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ! কতদিন বিকল্প পথে যেতে হবে জেনে নিন