Howrah News: পরিবার থেকে রোগ তাড়িয়েছিলেন দেবী, কালী পুজোয় মা সিদ্ধেশ্বরীর আরাধনায় মাতে নাথ পরিবার

Last Updated:

পরিবার থেকে অসুখ দূর করার পর থেকেই শুরু হয় দেবী সিদ্ধেশ্বরীর আরাধনা। ১৬০ বছর ধরে কালীপুজোর দিন সিদ্ধেশ্বরী দেবীর পুজো করে আসছে নাথ পরিবার

+
সিদ্ধেশ্বরী

সিদ্ধেশ্বরী মায়ের পুজো

হাওড়া: সিদ্ধেশ্বরী মায়ের কৃপায় হয়েছিল রোগ মুক্তি। এ প্রায় ১৬০ বছর আগের ঘটনা। সেই থেকে মহিয়াড়ি নাথ বাড়িতে প্রতি কালীপুজোয় মার সিদ্ধেশ্বরী কালীর আরাধনা হয়।
জানা যায়, অষ্টাদশ শতকের শেষ দিকে মহিয়াড়ি নাথ বাড়িতে পুজো শুরু হয়েছিল মা সিদ্ধেশ্বরীর। দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা হয় বলে কথিত আছে। এই পুজোর সূচনা করেছিলেন ডঃ শশীভূষণ নাথ। হরিশচন্দ্র নাথ হলেন শশীভূষণ নাথের বড় দাদা। বড়দা হরিশচন্দ্র নাথের রোগ মুক্তির জন্য মা সিদ্ধেশ্বরীর শরণাপন্ন হয়েছিলেন শশীভূষণ। এরপর দেবীর স্বপ্নাদেশ পেয়ে পুজোর সূচনা করেন।
advertisement
advertisement
প্রচলিত বিশ্বাস হল, সেই সময় দেবী সিদ্ধেশ্বরীর কৃপায় নাথ পরিবারে প্রত্যেকের বিভিন্ন অসুখ সেরে যেত। কঠিন অসুখ থেকে সুস্থ হয়ে ওঠেন হরিশচন্দ্র নাথ। সেই থেকেই প্রতি বছর এই কালী পুজোর দিন তিথি নক্ষত্র মেনে দেবী সিদ্ধেশ্বরীর আরাধনা করে নাথ পরিবার। সারাবছর এই পুজোর অপেক্ষায় থাকেন নাথ বাড়ির ৮ থেকে ৮০ সকল সদস্য।
advertisement
পুজোর বেশ কিছুদিন আগে থেকে নাথ বাড়িতে শুরু হয় প্রস্তুতি। কোজাগরি লক্ষ্মীপুজোর দিন দেবীর কাঠামো পুজো হয়। তারপর শুরু হয় মূর্তি গড়ার কাজ। নাথ বাড়ির সিদ্ধেশ্বরী মা কালীকে ভোগ হিসেবে দেওয়া হয় অড়হর ডালের খিচুড়ি। বাড়ির পুরুষ-মহিলারা একসঙ্গে মিলে পুজোর আয়োজন করেন। নিয়ম মেনে প্রতিবছর পুজোর বেশ কয়েকদিন আগে গঙ্গাজল নিয়ে আসা হয়। সেই জল দিয়ে পুজোর সমস্ত কাজ করা হয়। পুরোনো রীতি মেনে পুজোর দিন কুলো পিটিয়ে অলক্ষীকে বিদায় করে, লক্ষীকে ঘরে তোলা হয়। লক্ষ্মী পুজোর দিন দেবীর কাঠামো দিয়ে আসা হয়েছে পোটো পাড়ায়। যাবতীয় পুরনো রীতি মেনেই হয় নাথ বাড়ির দেবী সিদ্ধেশ্বরীর পুজো।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: পরিবার থেকে রোগ তাড়িয়েছিলেন দেবী, কালী পুজোয় মা সিদ্ধেশ্বরীর আরাধনায় মাতে নাথ পরিবার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement