Murshidabad News: জেলার প্রান্তিক শিল্পীদের নিয়ে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী  

Last Updated:

মুর্শিদাবাদ জেলা মানেই এক ঐতিহাসিক জেলা। এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ ।ঠিক তেমনই আছে হস্তশিল্পীদের কাজ।

+
বহরমপুরে

বহরমপুরে চলছে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী 

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলা মানেই এক ঐতিহাসিক জেলা। এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ ।ঠিক তেমনই আছে হস্তশিল্প দের কাজ। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি এবং বস্ত্র দফতরের সহযোগিতায় এবং জেলার শিল্প কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হল হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। মঙ্গলবার ও বুধবার দুইদিন ব্যাপি চলবে এই অনুষ্ঠান। মঙ্গলবার যার উদ্বোধন করা হয় হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী মূলক অনুষ্ঠানের।
আরও পড়ুন ৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা
এদিনের অনুষ্ঠানে, ফিতে কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক নির্মাল্য ঘরামি৷ এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি । শামসুজ্জোহা বিশ্বাস ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে, এ দিন প্রায় ৩০০ জন শিল্পী তাদের প্রদর্শনে নিয়ে অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে।
advertisement
জানা গিয়েছে, হস্তশিল্পের জন্য মুর্শিদাবাদের খ্যাতি বরাবরের। সেই হস্তশিল্প এবং শিল্পীদের উৎসাহিত করতে বিশেষ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা শিল্প কেন্দ্রের পরিচালনায় দু’দিন ব্যাপী হস্তশিল্প প্রতিযোগীতার আয়োজন করা হয় মূলত। প্রায় ৩০০ জন শিল্পীর হাতে তৈরি নানান সামগ্রী প্রদর্শিত রয়েছে এই প্রতিযোগিতা কেন্দ্রে। জানা গিয়েছে সেখান থেকেই ১২ টি সামগ্রী বাছাই করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
হস্তশিল্প প্রতিযোগিতায় নজরকারা সামগ্রী নিয়ে পরবর্তীতে রাজ্য স্তরে অংশ নেবেন শিল্পীরা। সেখানেই বিজয়ীদের পুরস্কৃত করা হবে । তবে এবছর হস্তশিল্পদের পাট থেকে বাঁশ, কাপড়ের ওপর নকশা থেকে বেতের সামগ্রী সহ ঘর সাজানোর প্রচুর জিনিস নিয়ে হাজির ছিলেন হস্তশিল্প শিল্পীরা। প্রত্যেকেই প্রতিযোগিতা ঘিরে অত্যন্ত উৎসাহী। পাশাপাশি এই প্রতিযোগিতা ও হস্তশিল্প দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: জেলার প্রান্তিক শিল্পীদের নিয়ে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী  
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement