Dostojee Movie: দুই খুদে 'দোস্তজী’-র নিজের অঞ্চল ডোমকলের প্রেক্ষাগৃহে এ বার বন্ধুত্বের জয়গান
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Dostojee Movie: ১১ নভেম্বর মুক্তি পেয়েছে বড় পর্দায় আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সিনেমা ‘দোস্তজি। এবার ডোমকলের একটি সিনেমা হলে এই ছবির আত্মপ্রকাশ হল
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ডোমকলের দুই খুদে শিশুর অটুট বন্ধুর গল্প থেকে বিচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে 'দোস্তজী' সিনেমা। যা ইতিমধ্যেই আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। সাড়া ফেলেছে বেশ। এ বার দুই খুদে অভিনেতা হাজির হল ডোমকলে। আগেই মুক্তি পেয়েছিল আটটি আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত সিনেমা 'দোস্তজী'।
এ বার ডোমকলের একটি সিনেমা হলে এই ছবির আত্মপ্রকাশ ঘটেছে। ডোমকলের একটি হলে দোস্তজী দেখতে ভিড় জমান বহু দর্শক। দোস্তজির দুই শিশু অভিনেতা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আরিফ সেখ ও আশিক সেখ। অন্যদিকে এই সিনেমার অধিকাংশ কলাকুশলী মুর্শিদাবাদ জেলার। ডোমকলের ভগীরথপুর গ্রামের বাসিন্দা আরিফ ও আশিক। তাদের সংবর্ধনা দেন ডোমকল ব্লক তৃণমৃল সহ-সভাপতি সালামতুল্লাহ সেখ। হাজির ছিল দোস্তজীর দুই নায়ক আরিফ এবং আশিক-সহ আরও কুশীলব।
advertisement
আরও পড়ুন : সৌজন্যে 'বিরিয়ানি কাকু'! নামমাত্র দামে হাজির দুয়ারে বিরিয়ানি পরিষেবা
ডোমকলের শিশু অভিনেতাদের এই সিনেমা দেখতে প্রথম শো থেকেই ভিড়। এই ছবি আগামী দিনে বেশ সারা মিলবে বলেই আশাবাদী হল কর্তৃপক্ষ । এই সিনেমায় অভিনয় করে খুশি প্রকাশ করেছে আরিফ সেখ।জানা যায়, ডোমকল মহকুমা জুড়েই প্রসূন চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমার শুটিং করা হয়েছে। ১১ নভেম্বর দুই ছোট্ট বন্ধুর গল্প নিয়ে হলে হাজির হয়েছে বড় পর্দায় দোস্তজী। এই ছবির মুল আকর্ষণ হল দুই খুদে অভিনেতা, তবে কোনও প্রথাগত অভিনেতা অভিনেত্রী নন।
advertisement
advertisement
আরও পড়ুন : ঐন্দ্রিলা তাঁদের কাছে আদরের 'মিষ্টি', বহরমপুরের ইন্দ্রপ্রস্থে শূন্য আকাশ সাগরে আজ শুধুই দুষ্টুমির স্মৃতি
view commentsমফস্বল শহর থেকে একটি সিনেমা শুটিং করে দেশ জুড়ে এখন নাম অর্জন করেছে। তবে প্রসূন চট্টোপাধ্যায় এর আগে এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন। সেখানে বাংলা বিনোদন জগতের বহু মানুষ উপস্থিত ছিলেন। এবং বলাই বাহুল্য তাঁদের সকলের মন জয় করে নিয়েছে 'দোস্তজী'।
Location :
First Published :
Nov 21, 2022 2:48 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Dostojee Movie: দুই খুদে 'দোস্তজী’-র নিজের অঞ্চল ডোমকলের প্রেক্ষাগৃহে এ বার বন্ধুত্বের জয়গান







