Murshidabad News- আপদ মিত্র ট্রেনিংয়ে অস্বচ্ছতার অভিযোগ! বিক্ষোভ কান্দি ব্লক বিডিও অফিসে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
২৯ জনকে অস্বচ্ছভাবে ট্রেনিং দেওয়ার আগে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া করা হয়েছে। তাদের অভিযোগ, আগে ১৬জন ট্রেনিং করবে তারপর বাকিরা ট্রেনিং করবে। এই ঘটনার জেরে বিক্ষোভ দেখানো হয়।
#মুর্শিদাবাদঃ বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্যোগে আপদ মিত্র ট্রেনিং দেওয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে শুক্রবার দুপুরে কান্দি ব্লক বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ১৬জন ট্রেনিং প্রার্থীরা।
অভিযোগ, ২৯জনকে অস্বচ্ছভাবে ট্রেনিং দেওয়ার আগে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া করা হয়েছে। তাদের দাবি, আগে ১৬ জন ট্রেনিং করবে, তারপর বাকিরা ট্রেনিং করবে। এই ঘটনার জেরেই এদিন বিক্ষোভ দেখানো হয়। ঘূর্ণিঝড়ের আগে ১৬ জনকে এই ট্রেনিং দেওয়ার কথা। কিন্তু সেই ট্রেনিং দেওয়ার আগে অস্বচ্ছতার অভিযোগ তুললেন আপদ মিত্রের ট্রেনিং-এর যুবকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
advertisement
বিক্ষোভকারীদের অভিযোগ, "আমরা সকলেই বিপর্যয় মোকাবিলায় ট্রেনিং করেছি। কিন্তু আমাদেরকে আপদ মিত্র ট্রেনিং-এর নাম দেওয়া হয়নি। আমাদের নাম লিস্টে থাকলেও, যাদের ট্রেনিং সেই ২৯ জনের ইন্টারভিউ নেওয়া হচ্ছে অস্বচ্ছভাবে। আমরা চাইব, আগে আমাদের ১৬ জনকে নেওয়া হোক, তারপর বাকিদেরকে নেওয়া হবে।"
advertisement
যদিও অভিযোগ অস্বীকার করেছেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলী রাজবংশী। তিনি জানান, এখানে কোন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। যা অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা।
আমফান ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে সামনেই বর্ষার আগে কালবৈশাখীর ঝড় ও বন্যা মোকাবিলার জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের অধীনে আপদ মিত্র ট্রেনিং-এর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যার তালিকা প্রতিটি পঞ্চায়েত ভিত্তিতে নিয়ে সেই তালিকা জেলা শাসক দফতরে পাঠানো হচ্ছে। আগামী দিনে সেই তালিকা অনুযায়ী রাজ্যে সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হবে।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
May 27, 2022 7:55 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- আপদ মিত্র ট্রেনিংয়ে অস্বচ্ছতার অভিযোগ! বিক্ষোভ কান্দি ব্লক বিডিও অফিসে