Crime News: নিষিদ্ধ এই মাদক মিলল হাজার হাজার সংখ্যায়, পুলিশ করে দেখাল...
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Crime News: নিষিদ্ধ মাদক পাচার রুখে দিল পুলিশ, উদ্ধার মাদক গ্রেফতার ৪
মুর্শিদাবাদ: ফের বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলাতে ন’হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল সামসেরগঞ্জ থানার পুলিশ। নিষিদ্ধ এই মাদক সরবরাহের সঙ্গে যুক্ত চার যুবককেও পুলিশ গ্রেফতার করেছে।জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সামসেরগঞ্জের চাঁদপুর ফিডার ক্যানেল এলাকায় ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দেয় পাচারকারিরা।
জঙ্গিপুর জেলা পুলিশ এও জানিয়েছে, ওই দিন সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশ মহম্মদ ফারুক আহমেদ, মহম্মদ বেলালুদ্দিন, সলমন হোসেন তালুকদার ও আকবর শেখকে গ্রেফতার করে।
আরও পড়ুন – Numerology Tips: সংখ্যাতত্ত্বেই সাফল্য! জার্সি নম্বরের হেরফেরে বদলে যেতে পারে তারকাদের ভাগ্য, জানুন
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, ফারুক ও বেলালুদ্দিনের বাড়ি মণিপুরে, সলমন হোসেনের বাড়ি আসামে। ভিন রাজ্যের এই তিন মাদক পাচারকারি মুর্শিদাবাদের সুতির বাসিন্দা আকবরকে ওই মাদক সরবরাহ করতে এসেছিল। এমনটাই দাবি করেন জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী।
advertisement
সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী বলেন, “ ঝাড়খন্ডের পাকুড় থেকে সামসেরগঞ্জের ডাকবাংলো মোড়ে যাবে বলে সন্দেহভাজন কিছু ব্যক্তি চাঁদপুর ফিডার ক্যানেল এলাকায় ঘোরাফেরা করছে বলে খবর ছিল। সেই খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছিল। তখন সন্দেহজনক ওই ব্যক্তিদের জেরা করে পুলিশ এই নিষিদ্ধ মাদক উদ্ধার করে।” ধৃতদের হেফাজতে নিয়ে এই পাচারচক্রের গোঁড়ায় যেতে চাইছে পুলিশ। সেই কারণেই ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হলে ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানায় পুলিশ। মুলত মাদক দ্রব্য হিসেবেই ব্যবহার হয়ে থাকে ইয়াবা ট্যাবলেট ।
advertisement
Kaushik Adhikary
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 5:43 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Crime News: নিষিদ্ধ এই মাদক মিলল হাজার হাজার সংখ্যায়, পুলিশ করে দেখাল...








