Rinku Singh: হায়দরাবাদ ম্যাচে ফের চমকের পর ড্রেসিংরুমে কী বললেন নাইট তারকা, রইল ভিডিও

Last Updated:

Rinku Singh: এই মুহূর্তে সুপার ভাইরাল হয়েছে কেকেআর ড্রেসিংরুমের একটি ভিডিও৷

রিঙ্কু সিংয়ের সিক্রেট আউট
রিঙ্কু সিংয়ের সিক্রেট আউট
কলকাতা: আইপিএল -র ৪৭তম ম্যাচ ছিল কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে৷ সেই ম্যাচে জয়ের অক্সিজেন নিয়ে ইডেন গার্ডেন্সে নিজেদের ম্যাচ খেলতে নামবে কেকেআর৷ আজ তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস৷ এই মরশুমে রিঙ্কু সিং কেকেআরের বড় ভরসা হয়ে উঠেছে৷ ইডেনের হোমগ্রাউন্ডে কেকেআরের তারকা নাইটই কি বাজিমাত করবেন এখন সেই আশায় কেকেআর ফ্যানরা৷
তবে এই মুহূর্তে সুপার ভাইরাল হয়েছে কেকেআর ড্রেসিংরুমের একটি ভিডিও৷ হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে কেকেআর পাঁচ রানে জয় লাভ করেছে৷ ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করেছিল৷ এদিকে এই রান তাড়া করতে নামে এসআরএইচ ১৬৬ রানই করতে পেরেছিল৷
advertisement
advertisement
এই ম্যাচে কেকেআরের নীতিশ রানা ও রিঙ্কু সিংয়ের জুটিতে ৬১ রান উঠেছিল৷  কেকেআর প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বেশ নড়বড়ে ছিল৷ ওপেনার রহমানউল্লাহ গুরবাজ কোনও রান না করেই আউট হয়ে যান৷ ভেঙ্কটেশ আইয়ারও ৭ রান করে আউট হয়ে যান৷
রিঙ্কু ও রানা পার্টনারশিপে কামাল
চতুর্থ উইকেটে রানা ও রিঙ্কু র জুটিতে কেকেআর ফের ম্যাচে ফিরে আসে৷ এই ম্যাচে রানা ৪২ রান ও ৪৬ রান করেন৷ দুজনের জুটিতে হায়দরাবাদের অধিনায়ক এডন মার্করম কট ও বোল্ড হয়ে যান৷  তখনও অবধি ক্রিকেটার ভাল মোমেন্টাম পেয়ে যায়৷
advertisement
ম্যাচের পর রিঙ্ক দারুণ কথা বলেন৷ তিনি বলেছেন , ‘‘দলের সব ক্রিকেটার ও বোলার দারুণ পারফর্ম করেছে৷ দুই ক্রিকেটারের মধ্যের পার্টনারশিপ নিয়েও তিনি বলেছেন, ‘‘পার্টনারশিপ খুব ভাল ব্যাটিংয়ের দরুণ কথা বলে নিয়েছিলেন পুরো ওভার খেলার খেলতে হবে৷ তাঁর ব্যাটে ভালভাবে বল লাগছিল৷ আমার ব্যাটেও ভাল শট আসছিল৷ চিয়ার্স!’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: হায়দরাবাদ ম্যাচে ফের চমকের পর ড্রেসিংরুমে কী বললেন নাইট তারকা, রইল ভিডিও
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement