KKR- অধিনায়ক নীতিশ রানার সুন্দরী স্ত্রীকে রাস্তায় হেনস্তা, তারপর ঠিক যা যা হল...

Last Updated:

IPL 2023: নীতিশ রানার স্ত্রী হলেন হেনস্তা, দিল্লি পুলিশের কাণ্ডে উত্তাল নেট দুনিয়া

নীতিশ রানার স্ত্রী রাস্তায় লাঞ্ছনার শিকার
নীতিশ রানার স্ত্রী রাস্তায় লাঞ্ছনার শিকার
নয়াদিল্লি: আইপিএলের দল কেকেআরের অধিনায়ক নীতিশ রানার স্ত্রীকে রাস্তায় লাঞ্ছনার শিকার হতে হল৷ দিল্লিতে নিজের কর্মস্থল থেকে ফেরার সময় নাকাল হতে হয় সাচি মারহাকে এই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়৷ নিজের সঙ্গে হওয়া এই বাজে ঘটনার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সকলকে জানান তিনি৷
দিল্লির কীর্তিনগর এলাকায় এই ঘটনা তাঁর সঙ্গে ঘটে৷ মারওহা দাবি করেন তিনি চেনেন না এমন দুই বাইকার তাঁকে স্টক করছিল এবং তাঁর গাড়ি ফলো করে৷ মারহা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন দুই বাইকার যাঁরা তাঁর গাড়ি ফলো করছিল তারা তাঁর গাড়িতে ধাক্কাও মারে৷ কোনওরকমে বাড়ি ফেরেন তিনি৷ এরপর তিনি পুলিশকে গোটা ঘটনার বিষয়ে অভিযোগও করেন৷
advertisement
প্রথমে পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে৷ তারা এও পরামর্শ দেয় পরেরবার এরকম ঘটনা ঘটলে তখন জানাতে৷ এরপর এক ট্যুইটার ব্যবহারকারী এই ছবিটা তুলে নিজের হ্যান্ডেল থেকে শেয়ার করে৷
advertisement
advertisement
তিনি নিজের হ্যান্ডেলে লিখেছেন, ‘‘এই মাত্র দেখলাম নীতিশ রানার স্ত্রী -র ইনস্টাগ্রাম স্টোরি (সাচি মারওহা), দুজন মানুষ তাঁর গাড়িতে ধাক্কা মারে তাঁকে ফলো করে এরপরেও দিল্লি পুলিশ বলেছে এই বিষয়টি ছেড়ে দিতে যেহেতু তারা চলে গেছে৷  এটা মেনে নেওয়া যায় না৷’’
আরও দেখুন
দিল্লি পুলিশ পরে জানিয়েছে এই ঘটনায় তারা একজনকে গ্রেফতার করেছে৷ যার বিরুদ্ধে স্টকিংয়ের অভিযোগ রয়েছে৷ সেই ব্যক্তি কেকেআর অধিনায়ক নীতিশ রানার বউয়ের পিছু ধাওয়া করছিল৷
advertisement
শুক্রবার দিন কীর্তিনগর পুলিশ স্টেশনে ইমেলের মাধ্যমে কমপ্লেন দায়ের করা হয়৷ সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে৷ ছত্তরপুরে নিজের গাড়ি করে ফিরে যাচ্ছিলেন তিনি৷ কাজ শেষে ফিরছিলেন নীতিশের স্ত্রী৷ এমনটাই জানিয়েছে ডেপুটি কমিশনার অফ পুলিশ ঘনশ্যাম বনসল৷
advertisement
সাচি মারওহা ফের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিল্লি পুলিশকে ধন্যবাদ জানান৷
এদিকে আজ কেকেআর ফের মাঠে খেলতে নামছে৷ নীতিশ রানার অধিনায়কত্বে কেকেআর খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে৷ এই মুহূর্তে চারটি মাত্র ম্যাচ জিতে পয়েন্ট টেবলের আট নম্বরে রয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR- অধিনায়ক নীতিশ রানার সুন্দরী স্ত্রীকে রাস্তায় হেনস্তা, তারপর ঠিক যা যা হল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement