Cyclone Mocha on IPL: পশ্চিমবঙ্গ অ্যালার্টে, ইডেনের ম্যাচে আবহাওয়া কেমন থাকবে, হাতে গরম আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cyclone Mocha on IPL: ঝড়ঝঞ্ঝা সামলে ফের খেলা আয়োজন করার অভিজ্ঞতা থাকা ইডেনকে কি সোমবার কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে সাইক্লোন মোকার মোকাবিলা করতে।
কলকাতা: ইডেন গার্ডেন্সে আইপিএল চলাকালীন ঝড়বৃষ্টি -কালবৈশাখী হতেই থাকে। তবে এবার যে কোনও কালবৈশাখী নয় এবারের ভয়ের নাম সাইক্লোন মোকা। বঙ্গোপসাগরে ফুঁসছে সাইক্লোন মোকা। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে সে। একাধিক রাজ্যের মতো সম্ভাব্য সাইক্লোনের মোকাবিলা করতে পশ্চিমবঙ্গও হাই অ্যালার্টে। তাই ঝড়ঝঞ্ঝা সামলে ফের খেলা আয়োজন করার অভিজ্ঞতা থাকা ইডেনকে কি সোমবার কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে সাইক্লোন মোকার মোকাবিলা করতে।
advertisement
advertisement
advertisement
advertisement