হোম /খবর /জ্যোতিষকাহন /
সংখ্যাতত্ত্বেই সাফল্য! জার্সি নম্বরের হেরফেরে বদলে যেতে পারে তারকাদের ভাগ্য, জান

Numerology Tips: সংখ্যাতত্ত্বেই সাফল্য! জার্সি নম্বরের হেরফেরে বদলে যেতে পারে তারকাদের ভাগ্য, জানুন

সংখ্যাতত্ত্বেই কামাল

সংখ্যাতত্ত্বেই কামাল

Numerology Tips: বিশ্বের সেরা ক্রিকেট তারকাদের জন্য কত নম্বর জার্সি সেরা? কী বলছে সংখ্যাতত্ত্ব?

  • Share this:

কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এই জন্মসংখ্যার হিসেব মিলিয়েই সাধারণত জার্সি সংখ্যা বেছে নেন দেশ-বিদেশের ক্রিকেট তারকারা। এবার জন্মসংখ্যা অনুযায়ী, বিশ্বের সেরা ক্রিকেটারদের নিজেদের কেরিয়ারের জন্য কত নম্বর জার্সি সেরা হবে, সেটাই জেনে নেওয়া যাক।

সচিন তেন্ডুলকর:

জন্ম তারিখ: ২৪.০৪.১৯৭৩
জার্সির সংখ্যা: ১০
সচিন তেন্ডুলকর সংখ্যা ২৪-এর জাতক। এর অর্থ হল সংখ্যা ৬, যা কি না সংখ্যা ১০-এর সমর্থনে সময় নেয়। ভাগ্য সংখ্যা ৩ আবার সংখ্যা ১০-এর সঙ্গে অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এই কারণে গ্র্যান্ড মাস্টার সচিন তেন্ডুলকরের জন্য সংখ্যা ১০-র জার্সি একেবারে আদর্শ।

আরও দেখুন

বিরাট কোহলি:

জন্ম তারিখ: ০৫.১১.১৯৮৮
জার্সির সংখ্যা: ১৮
সংখ্যা ৫-এর জাতক বিরাট কোহলি। আর ভাগ্য সংখ্যা হল ৬। আবার এদিকে জার্সি সংখ্যা ১৮ হল সংখ্যা ৯-এর জন্য খুবই ভাল। অর্থাৎ সংখ্যা ১৮ হল সংখ্যা ৫ এবং সংখ্যা ৯-এর জন্য সহায়। এই কারণে জার্সির সংখ্যা ১৮ কিন্তু প্রাক্তন ভারতীয় অধিনায়কের জন্য একেবারে আদর্শ।

আরও দেখুন

রিকি পন্টিং:

জন্ম তারিখ: ১৯.১২.১৯৭৪
জার্সির সংখ্যা: ১৪
অস্ট্রেলীয় দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের জার্সির সংখ্যা ১৪। যা সংখ্যা ১৯-এর জন্য সেরা সঙ্গী হিসেবে কাজ করে। ফলে ১৪ নম্বর জার্সি পরে একাধিক সিরিজে জয় পেয়েছেন রিকি পন্টিং। আর এই জার্সি বেছে নেওয়া তাঁর ভাগ্যের জন্য দারুন হিসেবে প্রমাণিত হয়েছে।

শুভমান গিল:

জন্ম তারিখ: ০৮.০৯.১৯৯৯
জার্সির সংখ্যা: ৭৭
শুভমানের জন্মসংখ্যা ৮। এর ফলে তাঁর শুভ সংখ্যা হল ৫। আর সংখ্যাতত্ত্বের হিসেব বলছে যে, সংখ্যা ৭৭-কে যোগ করলে সংখ্যা ৫ আসে। এর ফলে শুভমানের জন্য সংখ্যা ৭৭-এর জার্সি একেবারে উপযুক্ত।

রোহিত শর্মা:

জন্ম তারিখ: ৩০.০৪.১৯৮৬
জার্সির সংখ্যা: ৪৫
ভারতীয় ক্রিকেট দলের দুর্দান্ত তারকা রোহিত। তাঁর জার্সি সংখ্যা ৪৫। আর এই সংখ্যা মঙ্গল গ্রহের সমস্ত শক্তি বা ক্ষমতা লাভ করতে সাহায্য করে। আর এই জার্সিই সব সময় রাখা উচিত, কারণ তাঁর ভাগ্য সংখ্যা ৫-এর সংখ্যা ৯-এর সহায়তার প্রয়োজন রয়েছে।

Published by:Debalina Datta
First published:

Tags: Numerology, Numerology Suggestion